বিএনপির মনোনয়ন না পাওয়ায় সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার কর্মী ও সমর্থকদের মধ্যে বিক্ষোভ কর্মসূচি চলাকালে জয়পুরহাটের আক্কেলপুরে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোস্তফা গ্রুপের দুইজন আহত হয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেলা ১১ টায় তুলশীগঙ্গা সেতুর ওপারে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসনে বিএনপির সাবেক সচিব ও ঢাকার সাবেক জেলা প্রশাসক (ডিসি) আব্দুল বারীকে মনোনয়ন দেওয়ায় মনোনয়ন বঞ্চিত মোস্তফার সমর্থকরা উপজেলা গেটে জড় হয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করতে যায়।
এসময় আক্কেলপুর উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা তাদের প্রতিহত করতে এগিয়ে আসলে কথাকাটাকাটির এক পর্যায়ে গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আপেল মাহমুদ বকুলকে মারধর করা হয়।
বিক্ষোভকারীরা পরে তুলশীগঙ্গা সেতুর পূর্ব পার্শ্বে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। বিএনপির যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের মিমাংসার চেষ্টা করলেও উত্তেজনা বেড়ে গিয়ে ধাওয়া-পাল্টা সংঘর্ষের ঘটনা ঘটে।
ঘটনায় আহত আপেল মাহমুদ বকুল বলেন, “মনোনয়ন চূড়ান্তভাবে এখনো কনফার্ম হয়নি। আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করতে এসেছি। আব্দুল বারীর সমর্থকরা আমাকে রাস্তায় ফেলে মারধর করেছে।”
উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মাহমুদুল হাসান মুন্না বলেন, “জয়পুরহাট-২ আসনে আব্দুল বারীকে মনোনয়ন দেওয়া হয়েছে। বারী স্যারের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র বা অপপ্রচার চলতে দেওয়া হবে না।”
আক্কেলপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র রফিকুল ইসলাম চপল বলেন, “দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি না করে সকলকে মিলিতভাবে কাজ করতে হবে।”


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন