বৃহস্পতিবার, ০৬ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৫, ০৪:২৬ পিএম

ঠাকুরগাঁও-২ আসনে দলীয় মনোনয়ন চেয়ে বিএনপির বিক্ষোভ

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৫, ০৪:২৬ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-২ আসনে ধানের শীষ প্রতীকে দলীয় প্রার্থীর মনোনয়ন দাবিতে হরিপুর উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিনের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বটতলীতে এসে মানববন্ধন ও পথসভায় মিলিত হয়।

পথসভায় বক্তব্য দেন: হরিপুর উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন, সহসভাপতি রফিকুল ইসলাম, তারিকুল ইসলাম, আবু সালেহ চৌধুরী, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ, মনোয়ার হোসেন, রেজুয়ানুল হক বিশ্বাস, জাহিরুল ইসলাম, আতাউর রহমান মংলা, ছাত্রদল সভাপতি উজ্জ্বলসহ আরও অনেকে।

বক্তারা বলেন, ‘দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দিয়েছিলেন, ঠাকুরগাঁও-২ আসনে ধানের শীষ প্রতীকে দলীয় প্রার্থী দেওয়া হবে। ইতোমধ্যে জেলার ১ ও ৩ নম্বর আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত ঠাকুরগাঁও-২ আসনে দলীয় প্রার্থীর মনোনয়ন দেওয়া হয়নি। এতে নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আমরা আর কারও গোলামি সহ্য করতে চাই না। তাই অবিলম্বে এই আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করার দাবি জানাচ্ছি।’

বিক্ষোভ কর্মসূচিতে উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

Link copied!