প্রকাশ্য অনুষ্ঠানে জড়িয়ে ধরে চুমু খাওয়ার চেষ্টা করা এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শিনবাউম। এ ঘটনাকে ত্রুটিপূর্ণ ও অনৈতিকভাবে উপস্থাপন করায় মেক্সিকোর প্রথমসারির দৈনিক রিফর্মাকে ক্ষমা প্রার্থনার দাবি করেছেন তিনি। এ সময় নারীর প্রতি সহিংসতা বন্ধে দেশবাসীকে সোচ্চার হওয়ার আহ্বানও জানিয়েছেন শিনবাউম।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) মামলা করার পর এক ব্রিফিংয়ে শিনবাউম বলেন, ‘আপনারা একবার ভাবুন, যদি কোনো দেশের প্রেসিডেন্টের সঙ্গে এ ধরনের ঘটনা ঘটে, তাহলে দেশের অন্যান্য তরুণী এবং নারীরা কী অবস্থার মধ্যে বসবাস করছেন! নারীদের ব্যক্তিগত জায়গায় পুরুষদের কোনো প্রকার অনুপ্রবেশ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
গত মঙ্গলবার রাজধানী মেক্সিকো সিটিতে সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় প্রেসিডেন্ট ক্লাউদিয়া শিনবাউমকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার চেষ্টা করেন এক ব্যক্তি। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম মঙ্গলবার প্রেসিডেন্ট প্রাসাদের কাছের একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে তিনি সমর্থকদের সঙ্গে হাত মেলান এবং ছবি তোলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি প্রেসিডেন্ট ক্লাউদিয়ার কাছে এসে কাঁধে হাত রাখেন এবং অন্য হাতে কোমর ও বুক স্পর্শ করে তার গলায় চুমু খাওয়ার চেষ্টা করেন।
পরে প্রেসিডেন্টের নিরাপত্তা দলের এক সদস্য দ্রুত এগিয়ে এসে ওই ব্যক্তিকে সরিয়ে দেন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ওই ব্যক্তি মদ্যপ ছিলেন বলে মনে হচ্ছিল। এই ঘটনার পরও প্রেসিডেন্ট শেইনবাউম শান্ত থেকে সবার সঙ্গে কুশল বিনিময় করেন।
একই সঙ্গে ওই ব্যক্তির সঙ্গে ছবি তুলতে রাজি হন তিনি। সেখান থেকে বিদায় নেওয়ার সময় ওই ব্যক্তির পিঠে হাত রাখেন তিনি।
দৈনিক রিফর্মাসহ কয়েকটি সংবাদমাধ্যম গুরুত্ব দিয়ে এই সংবাদ প্রকাশ করে এবং সংবাদে প্রেসিডেন্টকে জড়িয়ে ধরা সেই ব্যক্তির ছবি স্পষ্টভাবে প্রকাশ করে। এই ব্যাপারটিই ক্ষুব্ধ করেছে শিনবাউমকে।
দৈনিক রিফর্মার প্রতি ক্ষোভ প্রকাশ করে প্রেসিডেন্ট শিনবাউম বলেন, ‘দৈনিক রিফর্মা সংবাদে যে ছবি ব্যবহার করেছে সেটি আপত্তিকর। ওই ব্যক্তির ছবি প্রকাশের মধ্যে দিয়ে আমাকে ফের ভিকটিম বানানো হয়েছে এবং যতদূর আমি জানি, এ ধরনের ছবি প্রকাশ সাংবাদিকতার নীতি-নৈতিকতা লঙ্ঘনের শামিল।’
‘শুধু তাই নয়, এটা একপ্রকার অপরাধও। আমি তাদের ক্ষমা প্রার্থনার জন্য অপেক্ষা করছি।’
সাবেক জলবায়ু বিজ্ঞানী ক্লাউদিয়া শিনবাউম ২০২৪ সালের নির্বাচনে জিতে মেক্সিকোর প্রেসিডেন্ট হন। তিনি মেক্সিকোর ইতিহাসের প্রথম নারী প্রেসিডেন্ট।




সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন