বৃহস্পতিবার, ০৬ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৫, ০৪:০৮ পিএম

২২ দলের নতুন জার্সি উন্মোচন করল অ্যাডিডাস

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৫, ০৪:০৮ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপের সম্ভাব্য অংশগ্রহণকারী বা কোয়ালিফিকেশন দৌড়ে থাকা ২২টি জাতীয় দলের নতুন জার্সি উন্মোচন করেছে ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস। এর মধ্যে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার নতুন জার্সি।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, নতুন জার্সির ডিজাইনে তুলে ধরা হয়েছে দেশের ফুটবল ইতিহাস, ঐতিহ্য ও অতীত অর্জনের প্রতি শ্রদ্ধা। জার্সিতে জায়গা পেয়েছে আকাশি-নীলের তিন ভিন্ন ছায়া—১৯৭৮, ১৯৮৬ ও ২০২২ সালে বিশ্বকাপ জয়ের স্মারক রঙবিন্যাসে।

এছাড়া ঘাড়ের পেছনে খোদাই করা হয়েছে ‘১৮৯৩’, যা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবর্ষ। বুকের মাঝখানে থাকছে ২০২২ কাতার বিশ্বকাপজয়ের সোনালি প্যাঁচ।

নতুন জার্সি দিয়ে অভিষেক ঘটবে আগামী ১৪ নভেম্বর অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচে। বাংলাদেশ সময় রাত ১০টায় ম্যাচটি মাঠে গড়াবে। উন্মোচন ইভেন্টে প্রধান মডেল হিসেবে ছিলেন দলের সর্বকালের সেরা তারকা লিওনেল মেসি।

অ্যাডিডাস জানিয়েছে, আজ থেকেই তাদের ওয়েবসাইট এবং নির্দিষ্ট কিছু দোকানে জার্সিটি পাওয়া যাবে। সাধারণ সংস্করণের মূল্য ১০০–১৮০ মার্কিন ডলার (প্রায় ১২–২২ হাজার টাকা)। খেলোয়াড় সংস্করণের জার্সিতে রয়েছে ক্লিমাকুল‍+ প্রযুক্তি, যা জার্সির ভেতরে বায়ু চলাচল ও ঘাম শোষণ আরও কার্যকর করে তোলে।

কেবল আর্জেন্টিনাই নয়, যেসব দেশের নতুন জার্সি উন্মোচন করা হয়েছে, তারা হলো—আলজেরিয়া, বেলজিয়াম, চিলি, কলম্বিয়া, কোস্টারিকা, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, জাপান, মেক্সিকো, উত্তর আয়ারল্যান্ড, পেরু, কাতার, সৌদি আরব, স্কটল্যান্ড, স্পেন, সুইডেন, ইউক্রেন, সংযুক্ত আরব আমিরাত, ভেনেজুয়েলা ও ওয়েলস।

রূপালী বাংলাদেশ

Link copied!