মেজর লিগ সকার (এমএলএস) কাপ প্লে-অফের প্রথম রাউন্ড থেকেই বিদায়ের শঙ্কায় থাকা ইন্টার মিয়ামি বড় ধাক্কা খেল। দলের অন্যতম সেরা আক্রমণভাগের খেলোয়াড় লুইস সুয়ারেজ এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন। ফলে লিওনেল মেসিদের গুরুত্বপূর্ণ নক-আউট ম্যাচে উরুগুয়ে তারকাকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে দলটিকে।
ন্যাশভিলের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে সুয়ারেজের বিরুদ্ধে ‘ভায়োলেন্ট কনডাক্ট’-এর অভিযোগ ওঠে। ম্যাচের ৭১তম মিনিটে ন্যাশভিল ডিফেন্ডার অ্যান্ডি নাজারকে উদ্দেশ্য করে তিনি এমনভাবে লাথি মারেন, যা দেখে কর্মকর্তাদের ধারণা—ইচ্ছাকৃতভাবে আহত করার চেষ্টা করেছিলেন।
ম্যাচ-পরবর্তী ভিডিও বিশ্লেষণে বিষয়টি নিশ্চিত হলে এমএলএস কর্তৃপক্ষ সরাসরি এক ম্যাচ নিষেধাজ্ঞা দেয়। একই ম্যাচে ডিফেন্ডার ইয়ান ফ্রে ডাইভিংয়ের দায়ে জরিমানা গুনতে হচ্ছে।
তবে সুয়ারেজের নিষেধাজ্ঞাই দলকে সবচেয়ে বেশি বিপাকে ফেলেছে। কারণ, পরবর্তী ম্যাচে হারলেই প্লে-অফ থেকে ছিটকে যেতে হবে ইন্টার মিয়ামিকে।
এই মৌসুমে দুর্দান্ত ফর্মে ছিলেন সুয়ারেজ। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ গোল ও ১৫ অ্যাসিস্ট করেছেন তিনি। লিওনেল মেসির পর সবচেয়ে কার্যকর আক্রমণাত্মক অস্ত্র ছিলেন উরুগুয়ের এই ফরোয়ার্ড।
এক বিবৃতিতে ইন্টার মিয়ামি জানায়, ‘আমরা এমএলএস কমিটির সিদ্ধান্তকে সম্মান করি। তবে রেফারি ও ভিএআরের সিদ্ধান্ত পুনর্বিবেচনার যে নজির সৃষ্টি হয়েছে, তা ভবিষ্যতেও সমানভাবে প্রয়োগ হবে বলে আশা করি।’
এ মৌসুমে এটি সুয়ারেজের দ্বিতীয় নিষেধাজ্ঞা। লিগস কাপ চলাকালে সিয়াটল সাউন্ডার্সের একজন কর্মীর দিকে থুতু নিক্ষেপের ঘটনায় তিনি নিষিদ্ধ হয়েছিলেন।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন