গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, প্রত্যাশার ভরসায় অন্তর্বর্তী সরকারের কাছে বড় ধাক্কা লেগেছে।
শুক্রবার (৮ আগস্ট) দুপুরে জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে ‘দ্রুত বিচার সম্পন্ন, মৌলিক সংস্কার ও জাতীয় সংসদ নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। আলোচনা সভার আয়োজন করে অগ্নিসেনা স্যোসাল ফাউন্ডেশন ও আমাদের নতুন বাংলাদেশ।
নুরুল হক নুর বলেন, যে সিস্টেমের কারণে আওয়ামী লীগের মতো দল গড়ে উঠেছে, শেখ হাসিনার মতো নেতার সৃষ্টি হয়েছে, সেটি প্রতিহত করতে হলে রাষ্ট্র সংস্কার বাধ্যতামূলক। যারা আগে দেশ চালিয়েছেন তাদের মতো কেউ আবার এ দেশের নিয়ন্ত্রণ নিতে চাইলে তা সম্ভব হবে না।
তিনি আরও বলেন, ‘আমরা পরিবর্তন চাই, কিন্তু নিজেদেরকেও পরিবর্তিত হতে হবে। একজন সাংবাদিককে হত্যার পর চারপাশে অনেক মানুষ ছিল, কেউ এগিয়ে আসেনি। এসব ঘটনা যেন অন্যায় কাজে পুঁজি হয়, তা মেনে নেওয়া যায় না।’
আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে নুর মন্তব্য করেন, ‘আমরা যদি ভাবি প্রশাসন ও রাজনীতিতে তাদের পুনর্বাসন করলে তারা আমাদের সহযোগিতা করবে, তাহলে তা ভুল ধারণা। আওয়ামী লীগ নিয়ে রাজনীতি করার দরকার নেই, দেশে লোকের অভাব নেই।’
জুলাইয়ের ঘোষণাপত্র নিয়ে তিনি বলেন, প্রত্যাশার প্রতিফলন হয়নি, বরং কিছু দলের ন্যারেটিভ তৈরির জন্য অনেক গতানুগতিক বিষয় তুলে ধরা হয়েছে। গণঅভ্যুত্থানের মূল প্রেক্ষাপট হলো ১৬ বছরের অত্যাচার, গুম ও খুনের ঘটনা।
নুরের এসব মন্তব্য আলোচনায় বিশেষ গুরুত্ব পেয়েছে এবং তিনি দেশের রাজনৈতিক সংস্কারে গঠনমূলক পরিবর্তনের ওপর জোর দিয়েছেন।
আপনার মতামত লিখুন :