ঢাকা শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

আজ গণঅধিকার পরিষদের সমাবেশ, বিক্ষোভ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৫, ০৮:৪৭ এএম
ছবি- সংগৃহীত

নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে গণঅধিকার পরিষদ। একইসঙ্গে কেন্দ্রীয়ভাবে ঢাকায় বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এ কর্মসূচির কথা জানান।

প্রসঙ্গত, শুক্রবার রাতে বিজয়নগর আল রাজী টাওয়ারের সামনে জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ঘটে। সংঘর্ষে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন।

আহত নুরকে প্রথমে রাজধানীর ইসলামিয়া হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে রাত ১১টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি দলের আহত অন্য নেতাকর্মীদের সঙ্গে ঢামেকের জরুরি বিভাগের ৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।