ঢাকা শুক্রবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৫

নুরের উন্নত চিকিৎসা নিয়ে যা বললেন রাশেদ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৫, ১২:০৮ এএম
ছবি- সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য আগামী এক সপ্তাহের মধ্যে বিদেশ নেওয়া হতে পারে। দলটির পক্ষ থেকে সিঙ্গাপুরে চিকিৎসার দাবি জানানো হয়েছে।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।

রাশেদ খাঁন বলেন, বর্তমানে নুরুল হক নুর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার নাকে ও মাথায় গুরুতর আঘাত রয়েছে। নাক দিয়ে রক্ত পড়ছে এবং নাক আরও বেঁকে গেছে।

এছাড়া, তিনি নিজে থেকে হাঁটতে এবং মুখ খুলতে পারছেন না।

তিনি আরও জানান, সরকারের পক্ষ থেকে নুরকে বিদেশে পাঠানোর ব্যাপারে আশ্বস্ত করা হয়েছে। পরিবেশ উপদেষ্টা স্বাস্থ্য মন্ত্রণালয়কে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

যদিও নুরের বর্তমান শারীরিক অবস্থা স্থিতিশীল নয়, তাকে প্লেনে ওঠানোর মতো সুস্থ মনে হলেই সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হবে।