বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত ভোট প্রদানের পর কোনো পদ নিয়ে নেগোসিয়েশন করার অধিকার কারও নেই।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এই কথা বলেন।
জাহিদুল ইসলাম লেখেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন, কোনো রাজনৈতিক দল, মন্ত্রীপাড়ার উপদেষ্টা বা প্রধান উপদেষ্টা কেউ এই ম্যান্ডেটের অধিকার রাখে না। এই অধিকার শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের।’
তিনি আরও সতর্ক করে বলেন, ‘কেউ বিভ্রান্ত হবেন না। শিক্ষার্থীরা তাদের জয় নিশ্চিত করেই ফিরে যাবে। ইনশাআল্লাহ।’
এর আগে, অন্য এক পোস্টে জাহিদুল ইসলাম ঢাবি শিক্ষার্থীদের সতর্ক করে বলেন, ‘ভোট গণনা চলাকালীন কারও ফাঁদে পা দেবেন না এবং ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।’
শিবির সভাপতি আরও বলেন, ‘আমি ইসলামী ছাত্রশিবিরের সব দায়িত্বশীল সদস্য, জনশক্তি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাই ও বোনদের অনুরোধ করছি, পরিস্থিতি মোকাবিলায় ধৈর্য ও প্রজ্ঞার সঙ্গে এগোন। শান্ত থাকুন, কারও ফাঁদে পা দেবেন না। দিনশেষে আপনাদের বিজয় নিশ্চিত, ইনশাআল্লাহ।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন