জামায়াতের নাম ব্যবহার করে হেফাজতে ইসলামের আমির মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরীর বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
সোমবার (১৫ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে এহসানুল মাহবুব বলেন, ‘একটি দৈনিকে ১৫ সেপ্টেম্বরের সংখ্যায় হেফাজত আমিরের মন্তব্য যে জামায়াত সরকারে কওমি, দেওবন্দি ও সুন্নিয়াত মাদ্রাসার অস্তিত্ব রক্ষা করতে পারবে না, এটি সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন। একজন বরেণ্য আলেমের মুখে এমন মন্তব্য শোভা পায় না। আমি তার বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
তিনি আরও উল্লেখ করেন, জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক ও ইসলামি ধারার রাজনৈতিক দল। প্রতিষ্ঠার পর থেকে তারা অসংখ্য মসজিদ, মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠা করেছে এবং দীনি খেদমতে নিয়োজিত রয়েছে। কোনো জামায়াত নেতা বা কর্মী কওমি, দেওবন্দি বা সুন্নিয়াত মাদ্রাসার বিরোধিতা করেননি।
তিনি বলেন, ২০০১-২০০৬ সালের সময়কালে জামায়াতের দুই জন মন্ত্রী দায়িত্বে থাকাকালীন কওমি, দেওবন্দি বা সুন্নিয়াত মাদ্রাসার বিরোধিতা করার কোনো প্রমাণ নেই। বরং তারা এ ধরনের মাদ্রাসাকে মুক্তভাবে সহযোগিতা করেছেন। তাই মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরীর আশঙ্কা অমূলক ও অসত্য এবং এ ধরনের প্রোপাগান্ডা দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন