জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এই মহূর্তে কোনো জোট বা যুগপৎ আন্দোলনে অংশ নেবে না বলে জানিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন।
সোমবার (১৫ সেপ্টেম্বর) গণতন্ত্র দিবস উপলক্ষে জাতীয় যুবশক্তি আয়োজিত সেমিনারে তিনি এই কথা বলেন।
জাবেদ রাসিন বলেন, ‘এনসিপি কোনো জোটে যাবে না। দলের লক্ষ্য হলো বাংলাদেশপন্থি রাজনীতিকে এগিয়ে নিয়ে যাওয়া, এবং সে ক্ষেত্রে এনসিপি অগ্রণী ভূমিকা পালন করবে।’
তিনি আরও বলেন, ‘সংবিধান নিয়ে বড় দুই দলের দ্বন্দ্বের কারণে দেশে সামরিক শাসনের শঙ্কা রয়েছে।’ তাই তিনি অবিলম্বে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ণের দাবি জানান।
সেমিনারে জাতীয় যুবশক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম, সদস্য সচিব জাহিদুল ইসলামসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাদের মতে, জুলাই মাসের অভ্যুত্থানের পর নতুন সংবিধান না হলে তা শহীদদের রক্তের সঙ্গে বেইমানি হবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন