জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের খবরকে গুজব, অসত্য ও ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। তিনি দাবি করেছেন, পরিকল্পিতভাবে এনসিপিকে বিতর্কিত করার উদ্দেশ্যে এমন গুজব ছড়ানো হচ্ছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে হান্নান মাসউদ লেখেন, ‘কনফার্ম করছি, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের যে সংবাদ ছড়ানো হয়েছে, তা সম্পূর্ণ গুজব। এমন অসত্য ও ভিত্তিহীন খবরে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি।’
এর আগে মধ্যরাতে কয়েকটি অনলাইন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এনসিপির সূত্রের বরাতে দাবি করা হয়, নাসীরুদ্দীন পাটওয়ারী দুই সপ্তাহ আগে দলের আহ্বায়ক ও সদস্যসচিবের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। যদিও দলীয় হাইকম্যান্ড এখনো তা গ্রহণ করেনি বলে উল্লেখ করা হয়।
এ বিষয়ে আব্দুল হান্নান মাসউদ ঢাকা পোস্টকে জানান, নাসীরুদ্দীন পাটওয়ারী আমাদের দলের অন্যতম নিবেদিতপ্রাণ নেতা। তার পদত্যাগের খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। কয়েকটি মহল এনসিপিকে বিতর্কিত করতে পরিকল্পিতভাবে এমন গুজব ছড়াচ্ছে। আমরা ঐক্যবদ্ধ আছি, নেতৃত্বেও কোনো বিভাজন নেই। গুজব রটিয়ে কেউ এনসিপির অগ্রযাত্রা থামাতে পারবে না।
এদিকে শুক্রবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ২টায় এনসিপির যুগ্ম সদস্যসচিব (দফতর) সালেহ উদ্দিন সিফাতের সই করা এক বিজ্ঞপ্তিতে একইভাবে সংবাদটিকে ‘ভিত্তিহীন ও গুজব’ বলে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নাসীরুদ্দীন পাটওয়ারী এখনও দলের মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সম্প্রতি নির্বাচন কমিশনে দলের নিবন্ধন সংক্রান্ত কাজে যুক্ত ছিলেন এবং বিভিন্ন অঙ্গসংগঠনের কার্যক্রম তদারকি করছেন। তার পদত্যাগ বা দল থেকে অব্যাহতির খবর সম্পূর্ণ অসত্য।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন