শনিবার, ০১ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১, ২০২৫, ০২:৩৯ পিএম

রাজনীতির পুরোনো পেশিশক্তি আর চলবে না : তাসনিম জারা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১, ২০২৫, ০২:৩৯ পিএম

এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা।     ছবি- সংগৃহীত

এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। ছবি- সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা মন্তব্য করেছেন, যে পেশিশক্তি রাজনীতিতে চলত, তা আর চলবে না।

শনিবার (০১ নভেম্বর) তিনি সেন্টার ফর গভার্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত সংলাপে অংশ নিয়ে এই বক্তব্য রাখেন। সংলাপের মূল লক্ষ্য ছিল রাজনীতিকদের মধ্যে মতাদর্শভিত্তিক সংলাপ এবং গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখার বিষয়ে আলোচনা করা।

ডা. জারা বলেন, ‘রাজনীতিকদের মধ্যে কাঙ্ক্ষিত ঐক্য হয়নি। মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, তবে গণতান্ত্রিক চর্চা বজায় থাকলে সমাধান সম্ভব।’ তিনি আরও বলেন, জুলাই সনদের সুপারিশে স্বাস্থ্য কমিশনের প্রতিবেদন বাস্তবায়নের কোনো নির্দিষ্ট উল্লেখ নেই।

তিনি মন্তব্য করেন, ‘রাস্তায় নামা ছাড়া কিছুই বাস্তবায়ন করা যায় না। আন্দোলন আর অনশনই দাবি আদায়ের একমাত্র উপায়। যেটার পরিবর্তন দরকার।’

রাজনৈতিক পরিবর্তন নিয়ে ডা. জারা বলেন, ‘রাজনীতিতে যে পেশিশক্তি চলছিল, সেই রাজনীতি আর চলবে না। রাজনীতি এখন বদলে গেছে।’

তরুণদের রাজনীতিতে যুক্ত করার বিষয়ে তিনি বলেন, ‘তরুণরা যাতে একটি সুস্থ ও সুন্দর পরিবেশে রাজনীতিতে সম্পৃক্ত হতে পারে সে ব্যবস্থা করা আমাদের দায়িত্ব। এক্ষেত্রে আমরা ভোটাধিকারের বয়স ১৬ বছরে আনার প্রস্তাব করেছিলাম। কিছু কাঠামোগত পরিবর্তন না হলে, সেটা শুধু বলার মধ্যেই থেকে যাবে, বাস্তবায়ন হবে না। বেশ কয়েকটি দেশে ১৬ বছর বয়সে ভোট দেওয়ার ব্যবস্থা রয়েছে।’

নারীদের রাজনৈতিক অন্তর্ভুক্তি প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘গণঅভ্যুত্থানে নারীরা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। অথচ সিদ্ধান্ত গ্রহণের জায়গায় তাদের উপস্থিতি এখনো সীমিত। আমরা সংরক্ষিত আসন ৫০ থেকে ১০০তে উন্নীত করার প্রস্তাব দিয়েছি।’

ডা. তাসনিম জারার এই বক্তব্য সামাজিক ও রাজনৈতিক সম্প্রদায়ের মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে, বিশেষ করে তরুণ এবং নারী রাজনীতিকদের অংশগ্রহণ ও রাজনৈতিক সংস্কারের প্রাসঙ্গিকতা নিয়ে।

রূপালী বাংলাদেশ

Link copied!