আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মোটরসাইকেল শোভাযাত্রা করে প্রচারণা চালানোয় নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামি। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে জামায়াত মনোনীত প্রার্থীদের মোটরসাইকেল শোভাযাত্রায় বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটায় দলের শীর্ষ নেতৃত্ব এই সিদ্ধান্ত নেয়।
সোমবার ২৪ নভেম্বর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এই নিষেধাজ্ঞার ঘোষণা দেন।
তিনি জানান, নির্বাচনি এলাকায় মোটরসাইকেল র্যালি ও শোভাযাত্রা বেড়ে যাওয়ার পাশাপাশি বিভিন্ন ঘটনায় আহত হওয়ার ঘটনাও ঘটেছে। এমন পরিস্থিতিতে আমিরে জামায়াত সকল জেলা ও মহানগর নির্বাচনি এলাকায় মোটরসাইকেল র্যালি ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছেন।
দলটির পক্ষ থেকে জানানো হয়, নিরাপত্তা ঝুঁকি এড়ানো এবং দায়িত্বশীলভাবে নির্বাচনি প্রচারণা চালানোর স্বার্থে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন