দেশের বৃহত্তর স্বার্থে নির্বাচনের দিনই গণভোট মেনে নিয়েছে জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবিতে আন্দোলনরত ইসলামি সমমনা আটটি দল।
সোমবার (৮ ডিসেম্বর) রাতে দলগুলোর লিয়াজোঁ কমিটির জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে নেতারা এই সিদ্ধান্তের কথা জানান।
সংবাদ সম্মেলনে খেলাফত মজলিসের মহাসচিব আহমাদ আব্দুল কাদের জানান, গণভোটে ‘হ্যাঁ’ জেতাতে ডিসেম্বর মাসব্যাপী প্রচারণা চালানো হবে স্ব স্ব দলের পক্ষ থেকে। একই সঙ্গে গণভোট ও জাতীয় নির্বাচন মেনে নিলেও নির্বাচনে ন্যায্যতার নিশ্চয়তা, ফ্যাসিস্ট অপরাধীদের বিচার এবং ফ্যাসিবাদে জড়িত রাজনৈতিক দলগুলোর ওপর নিষেধাজ্ঞার দাবি বহাল থাকবে।
বৈঠকে প্রতিটি আসনে আট দলের মধ্যে একজন প্রার্থী থাকবে সমঝোতার ভিত্তিতে এবং অন্য কোনো দল সেই আসনে প্রার্থী দেবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে সন্ধ্যায় পুরানা পল্টনের কালভার্ট রোডে অবস্থিত খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অংশ নেন আট দলের লিয়াজোঁ কমিটি সমন্বয়ক এবং জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ। এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন