জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নির্বাচনি পরিবেশ সন্তোষজনক নয়। তবে আমরা সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আস্থা রাখতে চাই।
বুধবার (১০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, এবারের ভোট শুধু সাধারণ নির্বাচন নয়, এটি গণভোটও। গণভোটে আমরা ‘হ্যাঁ’-এর পক্ষে কাজ করব। কারণ ‘হ্যাঁ’ মানে সংস্কারের পক্ষের শক্তি, পুরোনো ফ্যাসিবাদে ফিরে না যাওয়া। আর ‘না’ মানে জুলাই আন্দোলনের চেতনা এবং সংস্কারের বিপক্ষে শক্তি।
এদিকে, আজ প্রথম ধাপে ১২৫ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।
নির্বাচনে অংশগ্রহণকারীদের মধ্যে উল্লেখযোগ্য নামগুলো : ঢাকা-১১ আসন নাহিদ ইসলাম। রংপুর-৪ আসন আখতার হোসেন। ঢাকা-১৮ আসন নাসীরুদ্দীন পাটওয়ারী। পঞ্চগড়-১ আসন সারজিস আলম। কুমিল্লা-৪ আসন আসন হাসনাত আবদুল্লাহ।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন