ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ও ওয়ারী থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এফএম শরীফুল ইসলামকে (৪২) গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সিটি সাইবার।
সোমবার (১৮ আগস্ট ২০২৫) বিকেল আনুমানিক ৪টা ৪৫ মিনিটে ওয়ারী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সিটিটিসির সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম জানতে পারে শরীফুল ইসলাম ওই এলাকায় অবস্থান করছেন। পরে তথ্য যাচাই-বাছাই করে দ্রুত অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারের পর সিটিটিসি জানিয়েছে, এফএম শরীফুল ইসলামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নিয়মিত আইন-শৃঙ্খলা রক্ষায় এবং অপরাধ দমনে সিটিটিসির সাইবার ইউনিট বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছে।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031183405.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
       -20251101005633.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন