ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫

বাবুগঞ্জের ঘটনায় ১০ লাখ ভোট কমেছে বিএনপির, দাবি ফুয়াদের

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২৫, ০৪:৫৪ পিএম
ছবি- সংগৃহীত

বিএনপির একাংশের কারণে হাজার হাজার ভোট কমছে। বাবুগঞ্জের ঘটনায় একদিনে সারা দেশে বিএনপির ১০ লাখ ভোট কমেছে বলে দাবি করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সংবাদ সম্মেলন এ দাবি  করেন তিনি।

ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, নির্বাচনের পরিবেশ তৈরি করার জন্য প্রশাসনের যতটুকু দায়িত্ব আছে দয়া করে সেই দায়িত্ব পালন করবেন।

তিনি বলেন, নির্বাচন কমিশনের একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে ভোটের পরিবেশ নিশ্চিত করা। এখনো অনেকে ভোটার হতে পারেনি। তাদের জন্য যাতে সময় বৃদ্ধি করা যায় তারও দাবি জানান তিনি।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, বরিশালের মীরগঞ্জ সেতু নির্মাণের জন্য যে চীনা কোম্পানি টেন্ডার পেয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে যোগাযোগের যে ভাষা ছিল তাতে চীনা কোম্পানি মোটেই সন্তুষ্ট হয়নি। এসব বিষয় নিয়ে তিনি কথা বলেছেন। তবে কোনো দল বা ব্যক্তিকে নিয়ে কথা বলেননি। সেতু উদ্বোধনের শেষে ঘুষি মারার চেষ্টা করা হয়েছে। হেনস্তা করা হয়েছে।

এবি পার্টির সাধারণ সম্পাদক বলেন, গত দুই মাস ধরে নির্বাচনী ক্যাম্পেইনে আমাদের নেতাকর্মীদের মারধর করা হচ্ছে। থানায় গেলেও মামলা নিচ্ছে না পুলিশ। এ বিষয়ে প্রশাসন কোনো সহযোগিতা করছে না।

বাবুগঞ্জের এ ঘটনার সঙ্গে যারা যারা জড়িতদের খুঁজে বের করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।