জাতীয় পার্টির একাংশের মহাসচিব কাজী মামুনুর রশিদ কুমিল্লার মুরাদনগরে ঘরের দরজা ভেঙে সংখ্যালঘু সম্প্রদায়ের এক নারীকে ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘মুরাদনগরের ঘটনা জাতি হিসেবে আমাদের লজ্জার।’
রবিবার এক বিবৃতিতে কাজী মামুন বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বকালীন সময়ে এমন ঘটনা আবারও প্রমাণ করে যে, এই সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণরূপে ব্যর্থ। দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন সময়ে মব ভায়োলেন্স ও লুটপাটের ঘটনায় প্রশাসনের নীরব ভূমিকা দেশের সর্বত্র আইনশৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে ঠেলে দিয়েছে যা এখনো চলমান। আমরা বুঝতে পারি না প্রশাসনের এই নীরবতা কেন?’
তিনি বলেন, ‘ধর্ষণকারী ও ভিডিও ভাইরাল করা আটক ব্যক্তিদের দ্রুত বিচার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার পাশাপাশি এই ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তাদেরকেও গ্রেপ্তার করতে হবে। একইসঙ্গে ধর্ষণের শিকার নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’
জাতীয় পার্টির মহাসচিব সরকার ও প্রশাসনকে এই ঘটনার মধ্য দিয়ে শিক্ষা নিয়ে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর হতে আহ্বান জানান।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031183405.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন