মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১, ২০২৫, ১০:৪৭ এএম

কোন আসন থেকে নির্বাচন করবেন তারেক রহমান?

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১, ২০২৫, ১০:৪৭ এএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি- সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি- সংগৃহীত

আগামী বছরের শুরুর দিকে হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে এর মধ্যেই রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তৈরি হয়েছে। সবচেয়ে বেশি আলোচনা চলছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে। তিনি কোন আসন থেকে নির্বাচন করবেন, তা নিয়ে চলছে চুলচেরা  বিশ্লেষণ।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছর পর লন্ডনের নির্বাসন থেকে দেশে ফিরছেন। প্রথমবারের মতো তিনি নির্বাচনে প্রার্থী হচ্ছেন। তাই তাকে নিয়ে সাধারণ জনগণের ব্যাপক কৌতূহল।

তারেক রহমান কোন আসন ও কয়টি আসন থেকে নির্বাচন করবেন, তা নিয়ে দেশজুড়ে সাধারণ ভোটাররা আলোচনা করছেন। চায়ের চুমুকে যেন রাজনীতির চর্চা তাকে ঘিরেই। সাধারণ জনগণের এমন আগ্রহ সম্পর্কে খোঁজ নিতে গেলে এ বিষয়ে বিএনপির গুরুত্বপূর্ণ নেতারা আসন সম্পর্কে কেউই মুখ খুলতে রাজি হননি।

তাদের বক্তব্য, নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়টি একান্তই তারেক রহমানের নিজস্ব বিষয়। আগে তিনি দেশে প্রত্যাবর্তন করবেন, নির্বাচনের সামগ্রিক অবস্থা সরেজমিন দেখবেন, এরপর নিজের প্রার্থিতার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, তিনি তো প্রার্থী হবেনই। এ নিয়ে সন্দেহের কোনো কারণ নেই। তারেক রহমানই চমক। তবে কোন আসনে তিনি নির্বাচন করবেন তা এখনো নির্ধারিত হয়নি।

বিএনপি সূত্রে জানা গেছে, তারেক রহমান এখন ব্যস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচনি জোট করা, ৩০০ আসনের প্রার্থী তালিকা ঠিক করা এবং একটি প্রাণবন্ত সংসদ গঠন করার ক্ষেত্রে সহযোগী অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে কীভাবে ঐকমত্যে পৌঁছা যায়, সেটা ঠিক করা। দলের ভালো ও যোগ্য প্রার্থী বাছাই করতে তিনি দেশব্যাপী একটি নির্বাচনি জরিপ কাজ চালাচ্ছেন।

এ ব্যাপারে একটি সংস্থাকে দায়িত্বও দেওয়া হয়েছে বলে জানা গেছে। তারেক রহমান সহসাই দেশে ফিরছেন। আসন্ন নির্বাচনে খালেদা জিয়া এবার নির্বাচনি গণসংযোগ করতে পারবেন না। দেশব্যাপী এই গণসংযোগ তারেক রহমানকেই করতে হবে।

নির্বাচন কমিশনের আইনে আছে, একজন প্রার্থী সর্বোচ্চ তিনটি আসনে নির্বাচন করতে পারবেন। লন্ডনে তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠ বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবরে জানা গেছে, তিনটি আসন থেকে নির্বাচন করার ব্যাপারে তারেক রহমানের কাছে ইতোমধ্যে অনুরোধ গেছে।

এ তিনটি আসন হলো- গাবতলী ও শাজাহানপুর উপজেলা নিয়ে গঠিত বগুড়া-৭ আসন, ঢাকার ক্যান্টনমেন্ট-গুলশান-বনানী নিয়ে গঠিত ঢাকা-১৭ আসন এবং সিলেট-১ আসন। বগুড়ার গাবতলী তারেক রহমানের গ্রামের বাড়ি, ঢাকার ক্যান্টনমেন্ট তার জন্ম থেকে বেড়ে ওঠার স্মৃতিবিজড়িত এলাকা।

আর সিলেট-১ আসনটি নিয়ে বলা হয়ে থাকে, ‘যে দল সিলেট-১ আসনে বিজয়ী হবে, ওই দল সরকার গঠন করবে।’ তাই এ আসনে নির্বাচন করার জন্য সিলেটবাসী তারেক রহমানকে চাচ্ছেন। তা ছাড়া সিলেট হচ্ছে তারেক রহমানের শ্বশুরবাড়ি। তার শ্বশুর সাবেক নৌবাহিনী প্রধান রিয়াল অ্যাডমিরাল মাহবুব আলী খান।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!