আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে হতদরিদ্র মানুষের মৌলিক অধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান।
শুক্রবার (১৮ জুলাই) সকাল ১০টায় উত্তরা ১১ নং সেক্টর কল্যাণ সমিতি হলরুমে হাজী মোহাম্মদ আলী ফাউন্ডেশনের উদ্যোগে এবং মোস্তফা জামানের তত্ত্বাবধানে এক ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজনে তিনি এ কথা বলেন।
ক্যাম্পে জ্বর, ঠান্ডা, কাশি ও করোনা-সম্পর্কিত সমস্যাজনিত তিন শতাধিক রোগী চিকিৎসা গ্রহণ করেন। আর্থিকভাবে অস্বচ্ছল রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
এ সময় মোস্তফা জামান বলেন, ‘আওয়ামী লীগ সরকারের সময়ে দরিদ্র মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার পরিবর্তে জনগণকে শোষণ করা হয়েছে। চিকিৎসা মানুষের একটি মৌলিক অধিকার, অথচ তা আওয়ামী লীগ ধ্বংস করেছে। তাদের শাসনকালজুড়ে দেখা গেছে দুর্নীতি, অব্যবস্থাপনা এবং স্বাস্থ্যখাতের প্রতি চরম অবহেলা।’
তিনি আরও বলেন, ‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফায় স্বাস্থ্যসেবা বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দিয়েছেন। বিএনপি ক্ষমতায় গেলে সাধারণ মানুষকে প্রকৃত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। স্বাস্থ্যখাতে যারা দুর্নীতিতে জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে।’
স্বাস্থ্যমন্ত্রীদের বিরুদ্ধে অভিযোগ করে মোস্তফা জামান বলেন, ‘যারা স্বাস্থ্যখাত পরিচালনার দায়িত্বে ছিলেন, তারা নিজেরা দেশের সাধারণ মানুষকে সেবা না দিয়ে নিজেরা বিদেশে চিকিৎসা নিয়েছেন। তারা সরকারি হাসপাতাল পর্যন্ত দখল করে নিয়েছে। এরাই জনগণকে বঞ্চিত করে নিজেরা স্বাস্থ্যবান হয়েছে।
তিনি জানান, ফ্রি মেডিকেল ক্যাম্পটি নিয়মিত আয়োজন করা হবে এবং প্রতি বৃহস্পতিবার বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা দেওয়া হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ আলী ফাউন্ডেশনের সদস্য ও উত্তরা ১১ নম্বর সেক্টর কল্যাণ সমিতির সভাপতি ফিরোজ জামান, তুরাগ থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুনুর রশিদ খোকা, ১১ নম্বর মসজিদ কমিটির সভাপতি আরব আলীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।