রাষ্ট্র কাঠামো সংস্কারের প্রয়োজনীয়তা উপলব্ধি করে বিএনপি সচেতনতার সঙ্গে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (২৭ জুলাই) রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে ‘পদ্মা ব্যারাজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নের প্রয়োজনীয়তা’ শীর্ষক এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, বিএনপি জনগণের প্রয়োজনীয়তা ও রাষ্ট্র কাঠামো পরিবর্তনের বিষয়টি গভীরভাবে উপলব্ধি করছে। সচেতনতার সঙ্গেই দলটি এগিয়ে যাচ্ছে।
তিনি জানান, দ্বিতীয় পদ্মা সেতু ও পদ্মা ব্যারাজ নির্মাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি বাস্তবায়নে রাজনৈতিক অঙ্গীকার থাকা জরুরি। তবে এই দাবির পক্ষে জনগণের সক্রিয় ভূমিকা ও ঐক্য দরকার।
বিএনপি বর্তমানে একটি ‘ট্রানজিশন পিরিয়ড’ বা রূপান্তর পর্যায়ে রয়েছে জানিয়ে ফখরুল বলেন, এখন একটি ঐক্য তৈরির পরিবেশ হয়েছে। এটিকে কাজে লাগানো গেলে সফলতা আসবে।
খালেদা জিয়া বহু আগেই দ্বিতীয় পদ্মা সেতুর প্রয়োজনীয়তার কথা বলেছিলেন উল্লেখ করে তিনি বলেন, দক্ষিণাঞ্চলের বহু এলাকায় এখনো বাস চলাচলের উপযোগিতা নেই। এসব বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।
তিনি আরও বলেন, সবকিছু নির্ভর করবে জনগণের ঐক্য ও সচেতনতার ওপর। একাত্তরে যেমন ঐক্যের শক্তি দিয়ে বিজয় এসেছে, ২০২৪ সালেও তার প্রমাণ মিলেছে।
বিএনপির সংস্কার প্রক্রিয়ার প্রসঙ্গ টেনে ফখরুল বলেন, আমরা অনেক আগেই এই পরিবর্তনের চিন্তা শুরু করেছি। এজন্যই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা রূপরেখা দিয়েছেন।