ঢাকা শুক্রবার, ০৮ আগস্ট, ২০২৫

জামায়াত নির্বাচন বিলম্বের চেষ্টা করছে: হাফিজ 

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৮, ২০২৫, ০৩:৫৫ পিএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন। ছবি- সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, জামায়াতে ইসলামী নির্বাচনের বিলম্ব ঘটাতে চেষ্টা করছে। 

শুক্রবার (৮ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে অগ্নিসেনা সোশাল ফাউন্ডেশন আয়োজিত ‘দ্রুত বিচার সম্পন্ন, মৌলিক সংস্কার ও জাতীয় সংসদ নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, কিছু রাজনৈতিক দল নির্বাচনে তাদের জামানত বাজেয়াপ্ত হবে ভেবে আতঙ্কিত। জামায়াতে ইসলামীও নানা অজানা কথা বলে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে, যার কোনো যৌক্তিক কারণ নেই। তারা নতুন নতুন থিওরি ছুড়ে মারছে। গণতন্ত্রে মতপ্রকাশের অধিকার সবার আছে, তবে এর সঠিক জবাব দেবে জনগণ।

তিনি আরও বলেন, ‘যেকোনো রাজনৈতিক সংগ্রামের পর কৃতিত্ব দাবি করাটা স্বাভাবিক। আমাদের একটি মিত্র রাজনৈতিক দল ছিল, কিন্তু নির্বাচনের আগে তাদের কিছু বক্তব্য শুনে আমরা অবাক হয়েছি। তারা বলেছে, একাত্তরে জাতি পথভ্রষ্ট ছিল, যা সম্পূর্ণ মিথ্যা। পুরো জাতি ঐক্যবদ্ধ ছিল, একাত্তরের মুক্তিযুদ্ধ কোনো এক দলের অধিকার ছিল না।’

শেখ হাসিনার সমালোচনা করে হাফিজ বলেন, শেখ হাসিনা নির্বাচনের নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছেন। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেনি। তারা গণতন্ত্রকে পেছনে ফেলে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে। তার আমলে প্রহসনমূলক নির্বাচন হয়েছে, যা দেশের মানুষকে অতিষ্ঠ করেছে। এ জন্য একদফা আন্দোলনও সংঘটিত হয়েছে।

বিএনপির সংস্কার প্রস্তাব নিয়ে তিনি বলেন, ‘আমরা বেশিরভাগ প্রস্তাবের সাথে একমত। কিছুতে নোট অব ডিসেন্ট দিয়েছি। একটি রাজনৈতিক দল অনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি (পিআর) চায়, কিন্তু সহজ ও স্বচ্ছ পদ্ধতিতেই নির্বাচন হওয়া উচিত যা সবাই বুঝতে পারে।’

তিনি বলেন, ‘জনগণ যাকে যোগ্য মনে করবেন, যাকে বিপদে-আপদে আশ্রয় মনে করবেন, তাকেই ভোট দেবেন। আমরা আশা করি, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের রায় সঠিকভাবে প্রতিফলিত হবে। বর্তমান সরকারের কাছে আমরা পুলিশ বাহিনীতে সংস্কারের প্রত্যাশা করেছিলাম, যা পূরণ হয়নি। ফলে এই বাহিনী নির্বাচনের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করতে পারবে কি না সন্দেহ রয়েছে।’