বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, সিরাজউদ্দৌলা সিনেমায় যেমন আনোয়ার হোসেন সিরাজউদ্দৌলা চরিত্রে অভিনয় করছে, তেমনি ছাত্ররা কেবল অভিনয় করছে আসলে ভ্যানগার্ড ছিল জামায়াত।
তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান দায়িত্বে আছেন। আমি জানি না তিনি ছাত্রনেতাদের কী বলেন; তবে আমি দায়িত্বে থাকলে এই বাচ্চা ছেলেদের সঙ্গে বসতাম না। তারা এ দেশের কেউ না, দে আর নো বডি।
ফজলুর রহমান বলেন, যারা সংবিধান পরিবর্তন করছে তাদের অনেকের প্রতি আমার ব্যক্তিগত শ্রদ্ধা আছে। তবে দল হিসেবে তারা কেউ নয়। নির্বাচনে এলে প্রতীক না পেলে জামানতও রাখতে পারবে না।
তিনি আরও দাবি করেন, আমার বাম হাতকে দাঁড় করালেও আমাকে হারানো কঠিন হবে। আব্দুল হামিদ আর শেখ হাসিনা চেষ্টা করেছেন আমাকে ফেল করাতে, কিন্তু সেটা সহজ কাজ নয়।
সংস্কার কমিশন নিয়ে ফজলুর রহমান বলেন, আলী রীয়াজ একজন মার্কিন নাগরিক। তিনি বাঙালি হতে পারেন, কিন্তু গত ৪০ বছর ধরে যুক্তরাষ্ট্রের নাগরিক। তিনি যদি মার্কিন নাগরিকত্ব ছাড়েন, তবে আমি তার কথা মানব।
ছাত্র আন্দোলনের নেতৃত্বের প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, মানুষ মনে করছে ছাত্ররাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। কিন্তু বাস্তবে এটা ছিল অভিনয়। শিবিররাও বলছে তারা ছিল ভ্যানগার্ড। ছাত্ররা শুধু নাটকের অভিনেতা, মূল পরিকল্পনা বাস্তবায়ন করেছে জামায়াত।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন