আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, এবারের শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে পলাতক স্বৈরশাসনের সুবিধাভোগীদের যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্কতা এবং প্রতিরোধের প্রস্তুতি থাকতে হবে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিবৃতিতে তারেক রহমান এ কথা জানান।
তারেক রহমান বলেন, ‘সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গাপূজা সমাগত। এই প্রাক্কালে আমি সনাতন ধর্মাবলম্বী সকল ভাইবোনকে আন্তরিক শুভেচ্ছা জানাই। ঐতিহ্যগতভাবে, সবার সহযোগিতায় শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপনের মাধ্যমে বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত সুপ্রতিষ্ঠিত হয়েছে।’
তিনি আরও বলেন, ‘সাম্প্রতিক অতীতে পলাতক স্বৈরশাসনের সুবিধাভোগীরা হীন ও অসৎ রাজনৈতিক উদ্দেশ্যে দুর্গোৎসবের সময় একাধিকবার ঐতিহ্যগতভাবে প্রতিষ্ঠিত সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করেছে এবং সংঘাতময় পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালিয়েছে। স্বৈরাচারের পতন হলেও তাদের ষড়যন্ত্র এখনো শেষ হয়নি, যা সাম্প্রতিক ঘটনায় স্পষ্টভাবে দেখা গেছে।’
তারেক রহমান বললেন, ‘সুতরাং এবারের শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে এই ধরনের যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্কতা ও প্রতিরোধের প্রস্তুতি রাখতে হবে। আমরা দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় অধিকারের প্রতি শ্রদ্ধাশীল। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে এবং তা বিনষ্টকারী অপচেষ্টার বিরুদ্ধে আমাদের অবস্থান দৃঢ় ও স্পষ্ট।’
তিনি বিএনপি ও সহযোগী সংগঠনগুলোকে সমন্বয় করে সর্বস্তরের জনগণের সহায়তায় সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপনে সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করার আহ্বান জানান।
        
                            
                                    
-20250917092714.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
                                    
                                    
                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                            
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন