ঢাকা মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫

আমরা বিএনপির কর্মী, ধানের শীষকে বিজয়ী করাই আমাদের উদ্দেশ্য: নয়ন

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৫, ০৯:৫৬ পিএম
রবিউল ইসলাম নয়ন। ছবি- সংগৃহীত

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব (সাধারণ সম্পাদক) ও মাগুরা-২ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী রবিউল ইসলাম নয়ন বলেছেন, ‘আমি বিএনপির একজন নিবেদিত কর্মী। আমাদের একটাই উদ্দেশ্য ধানের শীষকে বিজয়ী করা।’

তিনি বলেন, ‘ধানের শীষ প্রতীকটাই আমাদের গর্ব ও আদর্শের প্রতীক। আমার কাছে ব্যক্তিগত কিছু নয়, দলীয় সিদ্ধান্তই বড়। বিএনপি যাকে প্রার্থী করবে, আমরা সবাই মিলে তাকে বিজয়ী করব। সবার আগে ধানের শীষের জয় নিশ্চিত করতে হবে।’

রবিউল ইসলাম নয়ন বলেন, ‘এই তালিকাই চূড়ান্ত নয়। তবে ‘অ্যাপ্রোপ্রিয়ে’ সিদ্ধান্ত আসবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে। আমি মাগুরা-২ আসনের মানুষের সঙ্গে ছিলাম, আছি এবং থাকব। ইনশাআল্লাহ, শেষ পর্যন্ত ধানের শীষের বিজয় হবেই।’

এর আগে যুবদল নেতা নয়নের একটি ফেসবুক পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। পোস্টটিতে তিনি লিখেছিলেন, ‘আমি মাগুরা-২ আসনের মানুষের জন্য সবসময় কাজ করে যাব। দল যেভাবে চায়, সেভাবেই কাজ করব।’ নয়নের এ বক্তব্যে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা প্রশংসা জানাচ্ছেন।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সোমবার ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ ছাড়া, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবার তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন— বগুড়া-৭, ফেনী-১ ও দিনাজপুর-৩। আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লড়বেন বগুড়া-৬ আসনে।