ঢাকা শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

‘শ্রমিক ও জনতার অধিকার নিশ্চিতে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে’

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৫, ১২:১৯ এএম
বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। ছবি- রূপালী বাংলাদেশ

শ্রমিক ও জনতার অধিকারের কথা সুস্পষ্টভাবে উল্লেখ থাকবে—এমন একটি নতুন সংবিধান প্রণয়ন করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদস্য সচিব আখতার হোসেন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুরের চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

আখতার হোসেন বলেন, ‘বাংলাদেশের মানুষের কথা, শ্রমিকের কথা, সকল শ্রেণী-পেশার মানুষের অধিকারের কথা সংবিধানে সুস্পষ্টভাবে থাকতে হবে। পুরনো সংবিধানে শ্রমিক ও জনতার অধিকার নিশ্চিত করা হয়নি, এই সংবিধান মানুষকে মুক্তি দিতে পারে নাই।

তাই অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাই—অবশ্যই এমন একটি নতুন সংবিধান প্রণয়ন করতে হবে যেখানে শ্রমিক-জনতার অধিকারের কথা থাকবে। নতুন সংবিধানই আমাদের রাজনৈতিক সংকট থেকে উত্তরণের পথ দেখাতে পারে।’

এনসিপি শ্রমিক উইংয়ের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে আরও বক্তব্য রাখেন সংগঠনের মূখ্য সংগঠক আলী নাসের খান, যুগ্ম মূখ্য সংগঠক রিয়াজ মোর্শেদ, সংগঠক আব্দুল্লাহ আল মুহিম, আজাদ খান ভাসানীসহ অন্যান্য নেতারা।

শ্রমিকদের অধিকার প্রসঙ্গে আখতার হোসেন বলেন, ‘শ্রমিকের অধিকার নিশ্চিত করতে হলে শ্রমিকের মর্যাদা নিশ্চিত করতে হবে। শ্রমিকেরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। নীতি নির্ধারণ ও পলিসি গ্রহণের সময় শ্রমিকের কথা মনে রাখা হয় না। শ্রমিকদের ন্যায্য মজুরি দেওয়া হয় না, শ্রমিকদের মানুষ হিসেবে গণ্য করা হয় না।’

তিনি আরও বলেন, ‘২৪-এর অভ্যুত্থানের পরও শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করা হয়নি। শ্রম সংস্কার কমিশন গঠন করা হলেও তার সুপারিশগুলো বাস্তবায়ন করা হয়নি। অতি দ্রুত শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করতে হবে।’

সমাবেশে জেলা ও মহানগর এনসিপির নেতাকর্মীরা অংশ নেন। কর্মসূচি ঘিরে নেওয়া হয়েছিল বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।