তুমি যখন নিজের অবস্থান ভুলে গেলে,
ঠিক তখনই অন্যের অবস্থান নিয়ে সমালোচনা শুরু করলে।
নাক সিঁটকে উপহাসভঙ্গিতে সরে গেলে তার পাশ থেকে!
যেন তার কাছে দাঁড়ানো নাজায়েজ!
ঘৃণ্য চোখে তফাতে তফাতে বেছে নিলে অহংকার পথ।
যখন তুমি ভুলে গেলে নিরেট সত্যবাণী
কিংবা উপেক্ষা করলে সুবচন,
তখনই তুমি হারিয়েছ মানুষ হওয়ার রথ।
অমানুষরা তখন তোমায় কাছে টেনে নিল অনায়াসে।
তারপর থেকে তুমিও মানুষকে মানুষ ভাবতে ভুল কর খুব সহজেই!