ঢাকা রবিবার, ২৫ মে, ২০২৫

নির্বাচন ৩০ জুন কাট-অফ টাইম: শফিকুল আলম

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ২৫, ২০২৫, ১২:২১ এএম
প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। ছবি-সংগৃহীত

দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি, জামায়াত ও এনসিপি'র ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। 

প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম সংবাদ সম্মেলনে জানান, তিনটি দলই প্রধান উপদেষ্টার প্রতি তাদের অকুণ্ঠ সমর্থন এবং তার নেতৃত্বে আস্থা প্রকাশ করেছে। তারা প্রধান উপদেষ্টার নেতৃত্বেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের অনুরোধ জানিয়েছেন।

নির্বাচনের সময়সীমা ও সংস্কার প্রক্রিয়া

নির্বাচন প্রসঙ্গে বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে, অন্যদিকে জামায়াত মনে করে সংস্কার প্রক্রিয়া শেষ করতে ডিসেম্বর লেগে যাবে। প্রফেসর ইউনূস উভয় দলকেই জানিয়েছেন যে, নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যেই অনুষ্ঠিত হবে। 

জামায়াত ও এনসিপি এই সময়সীমাকে সমর্থন জানিয়েছে। প্রধান উপদেষ্টা বিএনপিকে নিশ্চিত করেছেন যে, নির্বাচন আগামী বছরের ৩০ জুনের মধ্যেই অনুষ্ঠিত হবে এবং এটিই ‘কাট-অফ টাইম’।

নির্বাচন কমিশনের সংস্কার প্রসঙ্গে এনসিপি ও জামায়াত বর্তমান পরিস্থিতিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই বলে মত দিয়েছে। তারা জোর দিয়েছে যে, নির্বাচন কমিশনের সংস্কারের মাধ্যমে ‘লেভেল-প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে হবে।

 প্রফেসর আলী রীয়াজ জানিয়েছেন যে, সংস্কার প্রক্রিয়া ২০ জুলাইয়ের মধ্যে শেষ হবে এবং জুলাই চার্টার্ড ও জুলাই প্রোক্লেমেশন দ্রুত সম্পন্ন হবে।

বিচার প্রক্রিয়া ও স্থানীয় সরকার নির্বাচন

দলগুলোর বক্তব্য শুনে প্রধান উপদেষ্টা জানিয়েছেন যে, বিচার প্রক্রিয়া এই মাসেই শুরু হবে। বিশেষ করে, জুলাই হত্যাযজ্ঞের বিচার দ্রুত শুরু করার জন্য দলগুলো তাকে অনুরোধ করেছে।

আজকের বৈঠকের পর দেশের রাজনৈতিক সংকট কাটবে কিনা এমন প্রশ্নে শফিকুল আলম বলেন, এটি কোনো সংকট নয়, বরং ‘অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে’ এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এনসিপি স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আয়োজনের দাবি জানিয়েছে। তারা মনে করে, বাংলাদেশে অনেকদিন ধরেই নির্বাচন হচ্ছে না এবং এটি দ্রুত শুরু হওয়া উচিত। একইসাথে তারা আওয়ামী লীগ আমলের সকল নির্বাচনকে অবৈধ ঘোষণার অনুরোধ করেছে।

তিন উপদেষ্টার পদত্যাগ প্রসঙ্গে মি. আলম বলেন, প্রধান উপদেষ্টা তাদের কথা শুনেছেন। উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের সম্ভাবনা প্রসঙ্গে তিনি জানান, বিএনপি তাদের কথা বলেছে এবং তারা শুনেছেন।