ঢাকা রবিবার, ২৫ মে, ২০২৫

নির্বাচন ও সংস্কারের রোডম্যাপ চায় জামায়াত

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মে ২৪, ২০২৫, ০৯:৪২ পিএম
যমুনার সামনে সংবাদ সম্মেলন করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি- ভিডিও থেকে নেওয়া

অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নির্বাচন ও সংস্কারের রোডম্যাপ চেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

শনিবার (২৪ মে) রাত সাড়ে ৯টায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে দলটির আমির ডা. শফিকুর রহমান সংবাদ সম্মেলনে এ কথা জানান।

তিনি বলেন, আমরা প্রধান উপদেষ্টাকে জানিয়েছি যে, দুইটা বিষয় স্পষ্ট করা দরকার। প্রথমত, নির্বাচন কখন হবে। দ্বিতীয়ত, নির্বাচনের আগে অবশ্যই সংস্কার এবং বিচারের প্রক্রিয়ার দৃশ্যমান কিছু আসতে হবে। সব সংস্কার এই সরকারের পক্ষে সম্ভব নয়। তারা মাত্র পাঁচটা বিষয়ের সংস্কারে হাত দিয়েছেন। এর মধ্যে জুলাই প্রক্লেমেশন অন্তর্ভুক্ত রয়েছে।

সংস্কারের পর নির্বাচন চান কি না- এমন প্রশ্নের জবাব জামায়াতের আমির বলেন, বিএনপি বারবার বলেছে, তারা সংস্কারের বিপক্ষে নয়। সংস্কার চলমান প্রক্রিয়া। নির্বাচন ও সংস্কার একসঙ্গে চলতে পারে বলে তাদের মত। কিন্তু নির্বাচনের জন্য সরকারকে আমরা কোনো সময় বেঁধে দেইনি। তবে আগামী রমজানের আগেই নির্বাচন হওয়া ভালো।

বিএনপির পক্ষ থেকে তিনজন উপদেষ্টার পদত্যাগ চাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, এটা তাদের চাওয়া হতে পারে। তবে আমরা কারো পদত্যাগ চাইনি। এই বৈঠকের মাধ্যমে উত্তেজনা নিরসন হবে বলেও আমরা আশাবাদী। বৈঠকে প্রধান উপদেষ্টা খুব মনোযোগ দিয়ে আমাদের কথা শুনেছেন এবং তিনি রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে কাজ করার আশা পুর্নব্যক্ত করেছেন।

এর আগ, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তার সঙ্গে সাক্ষাৎ করতে রাত আটটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছান জামায়াতের আমির শফিকুর রহমান ও নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

বিদ্যমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে যমুনায় পৌঁছেছেন নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) নেতারা। দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে দলটির প্রতিনিধি হিসেবে এসেছেন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।

এর আগে, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে প্রতিনিধিদলটি যমুনায় পৌঁছায়। পরে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসে তারা।

ওই প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন-বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সালাহউদ্দিন আহমেদ।