ত্রয়োদশ সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, ‘নির্বাচনের সুষ্ঠু পরিবেশ এখনও তৈরি হয়নি।’
শনিবার (১৮ মে) জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এক বৈঠকে এমন শঙ্কার কথা জানান তিনি।
তিনি বলেন, ‘নির্বাচনের তারিখ এখনো ঘোষণা হয়নি, অথচ এরিমধ্যে বিভিন্ন এলাকায় সহিংসতা ও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়ে গেছে। পাবনার আটঘরিয়ায় জামায়াত কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের মতো ঘটনা তার প্রমাণ। এমন পরিস্থিতিতে অবাধ নির্বাচন সম্ভব নয়।’
গত তিনটি জাতীয় নির্বাচনের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি দাবি করেন, ‘প্রহসনের নির্বাচনের পুনরাবৃত্তি যেন এবার না ঘটে। রাজনৈতিক অস্থিরতার মূল কারণ হচ্ছে পক্ষপাতদুষ্ট নির্বাচন।’
নির্বাচনের আগে থেকেই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যারা আগেই প্রতিপক্ষের ওপর হামলা চালাচ্ছে, তাদের দমন না করলে বিশ্বাসযোগ্য নির্বাচন সম্ভব নয়।’
জামায়াতের নেতা জানান, ‘তারা দলীয় স্বার্থের চেয়ে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছেন এবং প্রয়োজনে নিজেদের অবস্থানেও পরিবর্তন আনছেন।’
সরকারের প্রতি আহ্বান জানিয়ে ডা. তাহের বলেন, ‘নির্বাচনের পরিবেশ তৈরির দায়িত্ব সরকারের। কিন্তু সরকারের কিছু পদক্ষেপ নিরপেক্ষতা ও দক্ষতার অভাবের ইঙ্গিত দিচ্ছে।’
জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ প্রসঙ্গে তিনি বলেন, ‘এ আলোচনার মাধ্যমে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠার চেষ্টা চলছে। তবে সময়ক্ষেপণের সুযোগ নেই, দ্রুত ঐকমত্যে পৌঁছাতে হবে।’
বৈঠকে জামায়াতের পক্ষে উপস্থিত ছিলেন দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, ড. হামিদুর রহমান আযাদ, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সাইফুল আলম খান মিলন, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ এবং আইনজীবী মো. শিশির মনির।
জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষে উপস্থিত ছিলেন সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার ও ড. ইফতেখারুজ্জামান।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031183405.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন