দীর্ঘ ১৭ বছর পর জামায়াতের কোনো বড় সমাবেশ হতে যাচ্ছে রংপুরে । শুক্রবার (৪ জুলাই) দুপুরে রংপুর জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত এই সমাবেশে উপস্থিত হয়েছে হাজার নেতাকর্মী ও সমর্থক। মাঠ ছাড়িয়ে লোকসমাগম ছড়িয়ে পড়েছে আশপাশের সড়কজুড়ে।
‘আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই’ এই স্লোগানে মুখর হয়ে ওঠে সমাবেশস্থল। দলটির ডাকে সাড়া দিয়ে রংপুরসহ আশপাশের জেলাগুলো থেকে বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মী ও সমর্থকরা সরব উপস্থিতিতে শুরু হওয়া এই জনসভায় নারীদের জন্য বক্তব্য শোনার ব্যবস্থা রয়েছে।
সমাবেশে আসা লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার নজির উদ্দিন বলেন, ‘এত রোদেও কষ্ট লাগছে না, কারণ আল্লাহর জন্য কষ্ট করলে তার প্রতিদান কেয়ামতের দিন পাওয়া যাবে। বাংলাদেশে আমরা কুরআনের শাসন দেখতে চাই। জামায়াত ছাড়া দিনি সরকার সম্ভব নয়।’ তার কথার সঙ্গে একমত পোষণ করেন আশপাশে থাকা অন্যান্য সমর্থকরাও।
‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সব খুনির বিচার’, ‘প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচন’সহ ৪ দফা দাবিতে রংপুর মহানগর ও জেলা শাখার উদ্যোগে এই জনসভার আয়োজন করা হয়।
বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা থাকলেও জুমার নামাজের পরপরই কার্যক্রম শুরু হয়। রংপুর ও আশপাশের জেলাগুলো থেকে দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা সকাল থেকেই জড়ো হতে থাকেন। মাঠ কানায় কানায় পূর্ণ হওয়ার পর লোকজন ছড়িয়ে পড়ে পাশের সড়কগুলোতেও।
তীব্র রোদ উপেক্ষা করে আসা উপস্থিত জনতা নানা স্লোগানে মুখর ছিলেন। বিশেষ করে ‘আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই’ এই স্লোগানটি ছিল সর্বাধিক উচ্চারিত।
জাতীয় ও দলীয় পতাকার পাশাপাশি অনেকেই মাথায় লাল-সবুজের কাপড় বেঁধে, জামায়াতের প্রতীক দাঁড়িপাল্লা ধারণ করে মাঠে উপস্থিত ছিলেন।
এ জনসভায় অংশ নেন জুলাই আন্দোলনের শহিদ ও আহতদের পরিবার, এবং অন্যান্য দলের নেতারাও। বিভাগীয় নেতাদের বক্তব্যের মধ্য দিয়ে দুপুর ২টার দিকে আনুষ্ঠানিকভাবে সভা শুরু হয়। এর আগে সকাল থেকেই হামদ-নাত ও ইসলামি সংগীত পরিবেশন করে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।
সভায় জামায়াতের আমির ডা. শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানানো হয়। প্রধান বক্তা হিসেবে আছেন সদ্য কারামুক্ত কেন্দ্রীয় নির্বাহী সদস্য এটিএম আজহারুল ইসলাম।
এছাড়া বক্তব্য রাখছেন দলের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলামসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।