ঢাকা শনিবার, ২৬ জুলাই, ২০২৫

৭ মার্চেও সোহরাওয়ার্দী উদ্যান টইটম্বুর হয়ে ভরে ওঠেনি: তাহের

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৫, ২০২৫, ১১:১০ পিএম
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ছবি- সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের দাবি করেছেন, শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের সময়ও সোহরাওয়ার্দী উদ্যান এত ভরে ওঠেনি, যতটা মানুষ আমাদের সর্বশেষ সমাবেশে জমায়েত হয়েছিল।

শুক্রবার (২৫ জুলাই) বিকেলে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তাহের বলেন, এই উদ্যান সৃষ্টির পর থেকে এত বড় সমাবেশ আর কোনোদিনও হয়নি। ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের সময়ও সোহরাওয়ার্দী উদ্যান পুরোপুরি ভর্তি হয়নি। অথচ জামায়াতের সর্বশেষ সমাবেশে শুধু উদ্যান নয়, রমনা পার্ক, বিশ্ববিদ্যালয় এলাকা, টিএসসি, ঢাকা মেডিকেল কলেজ চত্বর পর্যন্ত মানুষ ছড়িয়ে পড়েছিল।

তিনি আরও বলেন, মাছ যেমন পানিতে অবস্থান করে, জামায়াতে ইসলামীর কর্মীরা তেমন আন্দোলনের মধ্যেই থাকেন। আমাদের প্রতিটি কর্মী আন্দোলনের রক্তধারায় সক্রিয়।

নির্বাচন ও রাজনৈতিক সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, আমরা যখন নির্বাচন ও সংস্কারের কথা বলি, তখন কিছু মানুষ বলেন এটা নাকি ষড়যন্ত্র। কিন্তু যারা ‘হাসিনা মার্কা’ একতরফা নির্বাচন চান, সেটাও কি ষড়যন্ত্র নয়?

তাহের হুঁশিয়ার করে বলেন, বিচার ছাড়া, লেভেল প্লেয়িং ফিল্ড ছাড়া আর কোনো নির্বাচন হবে না। কেন্দ্র দখল করে আর কেউ ক্ষমতায় যেতে পারবে না।

আন্দোলনের উত্তাপ এখনও বিদ্যমান বলেও মন্তব্য করেন তিনি। মানুষের হৃদয়ে অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহের আগুন এখনও জ্বলছে। ঠুস শব্দে বত্রিশ নম্বরে উপস্থিত হওয়া কিংবা রাত তিনটায় আন্দোলনে সচিবালয়ের গেট ভাঙার প্রস্তুতি এই চেতনার আগুন নিভে যাবে ভাবা ভুল। আগামী ছয় মাসে এই চেতনা আরও জোরালো হবে।