বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন ইইউ ডেপুটি হেড অব ডেলিগেশন বেইবা জেরিনা।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে বাংলাদেশের গণতন্ত্রকে আরও অর্থবহ করে তোলার প্রক্রিয়াকে গুরুত্বের সঙ্গে আলোচনায় স্থান দেওয়া হয়। উভয়পক্ষই ভবিষ্যতে সম্পর্ক জোরদার, উন্নয়ন সহযোগিতা ও অগ্রগতি অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করে।
এ সময় রাষ্ট্রদূত জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজখবর নেন। এ ছাড়া সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে জামায়াতে ইসলামীর সঙ্গে ইইউ-এর উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক আয়োজন নিয়েও প্রাথমিক আলোচনা হয়।
সৌজন্য সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন জামায়াতের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন