জাতীয় সংসদের উভয় কক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচনের জন্য জুলাই সনদে আগামী নভেম্বরে গণভোট আয়োজনের প্রস্তাব অন্তর্ভুক্ত না হলে সনদে স্বাক্ষর করবেন না জানিয়ে দিয়েছে জামায়াতে ইসলামী।
দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আগামীকাল জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে জুলাই সনদ সংক্রান্ত যেসব বিষয় এখনো সমাধান হয়নি, সেগুলো আলোচনা করে সমাধানের সুযোগ পেলে আমরা স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করব।’
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় সেমিনার বাস্তবায়ন কমিটি আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। সেমিনারের শিরোনাম ছিল, ‘জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি, গণভোট ও পিআর পদ্ধতিতে নির্বাচন’।
সেমিনারে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আগামীকাল 'জুলাই সনদ' স্বাক্ষরের অনুষ্ঠান রয়েছে। আমাদের সেখানে দাওয়াত দেওয়া হয়েছে। কিন্তু আমরা স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি, পিআর পদ্ধতির বিষয়টি গণভোটে তোলার সুস্পষ্ট প্রতিশ্রুতি না থাকলে জামায়াত এই সনদে স্বাক্ষর করবে না।’
তিনি আরও বলেন, ‘আমরা চাই, সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতিতে প্রতিনিধি নির্বাচনের বিষয়টি জনগণের সামনে উপস্থাপন করা হোক। গণভোটের মাধ্যমে জনগণের রায় নেওয়া হোক। যদি জনগণ পিআর পদ্ধতিকে গ্রহণ করে, আমরা মেনে নেব। না করলে সেটাও মেনে নেব। কিন্তু জনমতের বাইরে গিয়ে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া চলবে না।’
এক দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের ধারণার বিরোধিতা করে জামায়াত নেতা বলেন, ‘নির্বাচনের দিন গণভোট হলে প্রশাসনিক, কারিগরি ও রাজনৈতিকভাবে বড় ধরনের সমস্যা দেখা দেবে। জনমত যাচাইয়ের জন্য আলাদা দিন বরাদ্দ করতে হবে। আমরা বলছি, আগামী নভেম্বরে গণভোট আয়োজন করুন।’
সেমিনারে জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়, অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা সরকারের নিরপেক্ষতা নষ্ট করছেন এবং একটি বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে গোপনে যোগাযোগ রেখে প্রধান উপদেষ্টাকে বিভ্রান্ত করছেন।
গোলাম পরওয়ার বলেন, ‘আমরা একটি গণতান্ত্রিক রূপরেখা প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছি, আন্দোলন করেছি, জনগণকে সম্পৃক্ত করেছি। কিন্তু যদি এখনই সচেতন না হওয়া যায় তাহলে রাষ্ট্র আবার একটি গোষ্ঠীর দখলে চলে যাবে। তখন সব ত্যাগ বৃথা যাবে।’
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনি একজন সম্মানিত ব্যক্তি। আপনি যদি জনগণের মতামত উপেক্ষা করে কোনো গোষ্ঠীর পক্ষে সিদ্ধান্ত নেন, তাহলে ইতিহাস আপনাকে ক্ষমা করবে না।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন