২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ জুলাই আত্মত্যাগের পরিপন্থি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
মঙ্গলবার (৩ জুন) বিকেলে রাজধানীর বাংলামোটরে অস্থায়ী কার্যালয়ে ২০২৫-২৬ প্রস্তাবিত বাজেটের প্রতিক্রিয়া উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
এ সময় বাজেটে নতুন বন্দোবস্তের আকাঙ্ক্ষার পূর্ণ প্রতিফলন ঘটেনি বলেও মন্তব্য করেন এনসিপি আহ্বায়ক। নাহিদ ইসলাম বলেন, ‘বাজেটে নিম্ন, নিম্ন মধ্যবিত্তের জীবনমান উন্নয়নে প্রভাব পড়বে না।’
তিনি বলেন, ‘বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ ‘অনৈতিক’।’
‘জুলাইয়ের ছাত্র-জনতার আত্মত্যাগের পরিপন্থি এ সুযোগ। অন্যদিকে দেশে বেকারত্ব একটা বড় সমস্যা হলেও বাজেটে বেকারদের কর্মসংস্থানের বিষয়টি প্রাধান্য পায়নি।’
নাহিদ বলেন, ‘নতুন বাজেটে তরুণদের বেকার সমস্যা আরও বাড়বে। সরকার চলতি বাজেটে অর্থনৈতিক সমস্যা খুঁজে পেলেও সমাধানের পথ পায়নি।’
এ সময় বাজেটে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবার এবং আহতদের জন্য ৪০৫ কোটি ২০ লাখ টাকা বরাদ্দ রাখার প্রস্তাবকে স্বাগত জানায় এনসিপি।
ওই অর্থ সঠিকভাবে বণ্টনের দাবি জানান নাহিদ ইসলাম।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন