ঢাকা বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

জুলাই ঘোষণাপত্রকে অবশ্যই নতুন সংবিধানে যুক্ত করতে হবে: নাহিদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ৫, ২০২৫, ১২:৫১ এএম
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি- সংগৃহীত

জুলাই ঘোষণাপত্রকে নতুন সংবিধানে অন্তর্ভুক্ত করার জোর দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, ‘জুলাই ঘোষণাপত্র শুধু একটি রাজনৈতিক দলিল নয়, এটি হবে নতুন সংবিধানের আদর্শিক ভিত্তি।’

শুক্রবার (৪ জুলাই) রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি এই বক্তব্য দেন।

নাহিদ ইসলাম আরও লিখেছেন, জুলাই ঘোষণাপত্রকে শুধু সংবিধানে যুক্ত নয়, একাত্তর ও চব্বিশের আকাঙ্ক্ষাই হবে নতুন সংবিধানের আদর্শিক ভিত্তি।

তিনি বলেন, প্রথমে রাজনৈতিক ঐকমত্যের দলিল হিসেবে জুলাই ঘোষণাপত্র প্রস্তুত হবে। পরবর্তীতে একে সাংবিধানিক ও আইনি ভিত্তি দিতে হবে।’

এনসিপির আহ্বায়ক বলেন, জুলাই ঘোষণাপত্রে জুলাইয়ের ছাত্র-গণঅভুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, শহীদ ও আহতদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি থাকবে।