গোপালগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। পাশাপাশি হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার দাবি জানিয়েছে দলটি।
খুলনায় এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘মুজিববাদী সন্ত্রাসীরা—নিষিদ্ধ ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং তাদের অঙ্গসংগঠনের সন্ত্রাসীরা—গোপালগঞ্জে আমাদের কর্মসূচিতে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে। সমগ্র দেশ ও বিশ্ববাসী এই চেহারা দেখেছে।’
নাহিদ আরও অভিযোগ করেন, ‘আওয়ামী লীগ বহুদিন পরিকল্পনা করে এই ঘটনা ঘটিয়েছে। গোপালগঞ্জ ফ্যাসিস্টদের আশ্রয়কেন্দ্র হয়ে উঠেছে। সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে।’
তিনি উল্লেখ করেন, ‘গোপালগঞ্জেও নিরাপত্তা ক্লিয়ারেন্স নিয়ে সরকারের বৈধভাবে কর্মসূচি কার্যক্রম পালন করেও প্রশাসন যথাযথভাবে হস্তক্ষেপ করেনি। প্রশাসনের তৎপরতা নিয়ে সন্দেহ রয়েছে, এটা তদন্ত করা প্রয়োজন।’
হামলায় আহত তিনজনের কথা উল্লেখ করে এনসিপি আহ্বায়ক বলেন, ‘ঘটনাস্থলে মারা গেছে এমন খবরও শুনেছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’
বিক্ষোভ কর্মসূচির প্রস্তুতি হিসেবে টিএসসি থেকে মিছিল করে শাহবাগ থানার সামনে অবস্থান নেয় এনসিপির নেতাকর্মীরা। সেখানে ‘মুজিববাদ মুর্দাবাদ’, ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইত্যাদি স্লোগান দিয়ে প্রতিবাদ জানানো হয়।
আপনার মতামত লিখুন :