রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ট্রেনের ধাক্কায় সাহারা বেগম (৭৫) নামে এক বৃদ্ধা নারী নিহত হয়েছেন।
বুধবার (১৬ জুলাই) সকাল ৯টার দিকে স্টেশনের ২ নম্বর প্লাটফর্মে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষা শেষে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) দিলীপ চন্দ্র সরকার জানান, সাহারা বেগম কমলাপুর স্টেশন এলাকায় বসবাস করতেন এবং সেখানেই ভিক্ষাবৃত্তি করতেন। দুর্ঘটনার সময় তিনি ২ নম্বর প্ল্যাটফর্মের রেললাইন পার হচ্ছিলেন। এ সময় জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন তিনি।
নিহত সাহারা বেগমের ছেলে বিকচান জানান, তাদের বাড়ি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার মেদিপাথরকাটা গ্রামে। তার মা এক শিশুসন্তানকে নিয়ে কমলাপুর স্টেশনেই থাকতেন এবং সেখানেই ভিক্ষা করতেন। স্থানীয়দের মাধ্যমে মায়ের দূর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে এসে মরদেহ শনাক্ত করেন তিনি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
আপনার মতামত লিখুন :