ঢাকা মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

ফেনীর বন্যায় তোলা টাকার হিসাব ত্রাণ উপদেষ্টার কাছে চাইবেন: সারজিস

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২২, ২০২৫, ১২:৩১ পিএম
ফেনীতে সাংবাদিকদের সঙ্গে বলছেন সারজিস আলম। ছবি- সংগৃহীত

ফেনীতে ২০২৪ সালের বন্যায় ত্রাণের জন্য টিএসসিতে তোলা টাকা নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা-সমালোচনা চলছে। এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম জানিয়েছেন, ত্রাণের সব টাকা সরকারের ফান্ডে জমা দেওয়া হয়েছে। টাকার হিসাব জানতে হলে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছেই জানতে হবে।

সোমবার (২১ জুলাই) রাতে ফেনী সফরের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সারজিস বলেন, ‘এটি এক বছর আগের ঘটনা। টিএসসিতে আমাদের ব্যক্তিগত উদ্যোগে সংগৃহীত ত্রাণের পুরো অর্থ একটি আন্তর্জাতিক অডিট ফার্মের মাধ্যমে যাচাই করিয়ে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ফান্ডে জমা দেওয়া হয়েছে।’

তিনি জানান, ‘আমাদের নিজস্ব জনবল বা লজিস্টিক সাপোর্ট না থাকায় সরাসরি ত্রাণ বিতরণ সম্ভব ছিল না। এমন বড় পরিসরের কাজের পূর্ব অভিজ্ঞতাও আমাদের ছিল না। যাতে কোনো অপব্যবহার না হয়, সেজন্যই পুরো অর্থ সরকারের সংশ্লিষ্ট ফান্ডে জমা দেওয়া হয়েছে।’

ত্রাণ বিতরণ নিয়ে প্রশ্ন তোলা সমালোচকদের উদ্দেশে সারজিস বলেন, ‘এই টাকার ব্যয়ের বিষয়ে জানতে হলে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে প্রশ্ন করুন। এই মন্ত্রণালয় অন্তর্বর্তীকালীন সরকারের অধীন, কোনো রাজনৈতিক দলের নয়। যদি আমরা সরকারের ওপর আস্থা না রাখি, তাহলে রাখব কার ওপর?’

তিনি আরও বলেন, ‘ফেনীর মানুষকে আশ্বস্ত করতে আমাদের দলের কেন্দ্রীয় নেতাদের মধ্য থেকে একটি প্রতিনিধি দল গঠন করা হয়েছে। তারা আগামী এক সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট উপদেষ্টার সঙ্গে বৈঠক করে ত্রাণের অর্থ ফেনীর জন্য ব্যবহার হয়েছে কি না, হলে কতটুকু, না হলে কেন হয়নি এসব বিষয়ে বিস্তারিত খোঁজ নেবেন। সেই তথ্য ফেনীবাসীর সামনে তুলে ধরা হবে।’

মিডিয়াকে উদ্দেশ করে সারজিস আলম বলেন, ‘আপনারা পেশাদার সাংবাদিকতা করবেন, কোনো ব্যক্তি বা দলের পক্ষ নিয়ে নয়। এই দেশে ফেরেশতাকেও অনেকে শয়তান বলে, কারণ তাদের ব্যক্তিস্বার্থ ও উদ্দেশ্য থাকে।’