শহীদী ফ্যামিলি বিচারের আগে নির্বাচন মানবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটোয়ারী।
বুধবার (৩০ জুলাই) রাত ১০টার দিকে আশুলিয়ার বাইপাইলে নবীনগর-চন্দ্রা মহাসড়কের চন্দ্রামুখী সাবলেনের ওপর ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’য় যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।
নাসিরউদ্দীন পাটোয়ারী বলেন, ‘বাংলাদেশে যতদিন শেখ হাসিনার বিচার না হবে, ততদিন ভারত সরকারের থেকে যে নির্বাচনের কথা বলা হয়েছে, শহীদী ফ্যামিলি বাংলাদেশে বিচারের আগে নির্বাচন মানবে না।’
তিনি বলেন, ‘ভারত সরকারকে বলব, আমরা ভারতীয় জনগণের বিরোধী নই। আপনি বাংলাদেশের সরকারের কাছে শেখ হাসিনাকে ফেরত দিন, কারণ সে এখানে খুন করে পালিয়েছে। আমাদের শহীদী ভাইয়েরা এখনো অপেক্ষায় রয়েছে শেখ হাসিনার বিচারের জন্য।’
পথসভায় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা বলেন, ‘পুরোনো পথের সহিংস রাজনীতিতে আমরা আর ফেরত যাব না। মতের পার্থক্য থাকবে। মতবিরোধ থাকবে। সেটা নিয়ে আলোচনা হবে। কিন্তু প্রতিহিংসা সহিংসতা প্রাণনাশের হুমকি সেই পুরোনো সংস্কৃতিতে আমরা আর ফেরত যাব না।’
পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টির ঢাকা জেলার নেতা মেহরাব সিফাতের সভাপতিত্বে এনসিপি আহ্বায়কসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।
এ সময় নাহিদ ইসলাম বলেন, ‘ঢাকা জেলার পাঁচটি উপজেলা থেকে আগামীতে নেতৃত্ব তৈরি হবে। দীর্ঘদিন ধরে এ উপজেলাগুলো বৈষম্য এবং বঞ্চনার শিকার হয়েছে। আমরা মনে করি এই পাঁচটি উপজেলায় অনেক সম্ভাবনা রয়েছে। শিল্পাঞ্চল গড়ে তোলা সম্ভব। শ্রমিক অঞ্চল রয়েছে এ সাভারেও। কিন্তু নানা কারণে শ্রমিকরা আন্দোলন গড়ে তোলে।’
তিনি বলেন, ‘শ্রমিকদের ন্যায্য মজুরি দেওয়া হয় না। শ্রমিকরাই আমাদের গণঅভ্যুত্থানে শক্তি জুগিয়েছে। রাজপথে বুলেটের সামনে দাঁড়িয়েছে। আমরা সেই শ্রমিকের নায্য মজুরির জন্য লড়াই করতে চাই। আমরা সাভার-আশুলিয়াসহ পুরো ঢাকা জেলাকে চাঁদামুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে চাই। সন্ত্রাসমুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে চাই। দুর্নীতিমুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে চাই।’
নাহিদ বলেন, ‘এই সাভার ও আশুলিয়ার বাইপাইল পয়েন্টে গণঅভ্যুত্থানের সময় আমাদের ছাত্র-জনতা বুক চিতিয়ে লড়াই করেছিল ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে। সাভার ও আশুলিয়া গণঅভ্যুত্থানের সময় আন্দোলনের হটস্পট ছিল। অন্যদিকে নারায়ণগঞ্জ, যাত্রাবাড়ী, এদিকে সাভার আশুলিয়া ওদিকে গাজীপুর ও টঙ্গী, আপনারা প্রতিরোধ তৈরি করেছিলেন বলেই ঢাকা সুরক্ষিত ছিল। ঢাকার মানুষ রাজপথে নামতে সাহস করেছিল।’
আপনার মতামত লিখুন :