কৃষিনির্ভর বাংলাদেশ এবং কৃষি রফতানি নির্ভর বাংলাদেশ গড়তে তারেক রহমানের ‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে’ বার্তাটি কৃষকদের মাঝে পৌঁছে দিলেন কৃষক দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব।
শনিবার (২১ ডিসেম্বর) সারাদেশে কৃষক সমাবেশের অংশ হিসেবে যশোরের বাঘারপাড়ার বন্দবিলা ও জহুরপুরের কৃষকের মাঠে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সবামেশ ঘিরে এলাকার কৃষাণ-কৃষাণীদের মাঝে উৎসবের আমেজ বয়ে যায়। এসময় কৃষকরা সুসজ্জিত গরুর গাড়ী, লাঙ্গল, জেয়াল, মাথালি, কাচি নিয়ে সমাবেশে যোগদান করেন। এসময় সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন এবং কৃষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন নেতৃবৃন্দ।
প্রধান অতিথি ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব বলেন, তারেক রহমানের বার্তা পৌঁছে দিতেই সারাদেশে এই কৃষক সমাবেশ আয়োজন করা হচ্ছে। বিএনপি ক্ষমতায় আসলে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ন্যায় তারেক রহমানও কৃষকদের কল্যাণে কৃষিনির্ভর বাংলাদেশ গড়বেন।
তিনি আরও বলেন, তারেক রহমান যদি দেশে থাকতেন তাহলে তিনি নিজেই সশরীরে আপনাদের কাছে আসতেন এবং বক্তব্য রাখতেন। কিন্তু তার উদ্যোগেই আজ সারাদেশে কৃষকদের সংগঠিত করার লক্ষ্যে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। কারণ তিনি মনে করেন কৃষক বাঁচলে দেশ বাঁচবে। তাই তিনি কৃষিনির্ভর বাংলাদেশ গড়তে চান। তিনি বলেন, পতিত শেখ হাসিনার সরকারের আমলে দেশে কৃষকের কোনো মূল্য ছিলোনা। তারা তাদের কষ্টার্জিত ফসলের মূল্য পায়নি। বরং দেশের দুই তৃতীয়াংশ খেটে খাওয়া মানুষকে বিনা কারণে জেলে যেতে হয়েছে। পুলিশ ও আদালতে টাকা খরচ করতে করতে নিস্ব হতে হয়েছে। সমাবেশ থেকে আগামী নির্বাচনে দেশকে রক্ষা করতে ধানের শীষের বিজয় নিশ্চিতের সবাইকে প্রস্তুত হওয়ার আহবান জানানো হয়।
পৃথক দুটি সমাবেশে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান সুমি, সাধারণ সম্পাদক শামসুর রহমান, সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, এখলাছ হোসেন, জেলা কৃষক দল নেতা উপাধ্যক্ষ মকবুল হোসেন, হাবিবুল ইসলাম কচি, বিএনপি নেতা মনিরুজ্জামান তপন, আনোয়ার হোসেন ভুট্রো, উপজেলা কৃষক দল নেতা মশিউল আজম, তিতাস হোসেন, নাজিম উদ্দীন প্রমুখ।
        
                            
                                    
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
                                    
                                    
                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                            
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন