সকল গুঞ্জন উড়িয়ে শেষমেষ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিতব্য সর্বদলীয় বৈঠকে অংশ নিচ্ছে বিএনপি। দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দলের একজন প্রতিনিধি, বিএনপির স্থায়ী কমিটি সদস্য সালাহউদ্দিন আহমেদ বৈঠকে অংশ নিতে ফরেন সার্ভিস একাডেমির উদ্দেশে রওনা হয়েছেন।
তবে এই বৈঠকে অংশ নেবে না লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।
উল্লেখ্য, গতকাল বুধবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই বৈঠকের আয়োজনের তথ্য জানানো হয়। সেখানে বলা হয়েছে, বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই ঘোষণাপত্রের ওপর একটি সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হবে।
এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা মাহফুজ আলম জানান, এই বৈঠকে ঐকমত্যের ভিত্তিতে একটি দলিল প্রণীত হবে এবং সে অনুযায়ী কবে ঘোষণাপত্রটি জারি হবে তা স্পষ্ট জানা যাবে।
তিনি আরও বলেন, গণ-অভ্যুত্থানের পটভূমিতে এই ঘোষণাপত্রটি প্রণীত হবে এবং সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে এটি ঘোষণা করা হবে।
        
                            
                                    
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
                                    
                                    
                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                            
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন