রবিবার, ০৬ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২৪, ১০:৩৭ এএম

রং হেডেড ছাড়া কেউ নিজেকে প্রধানমন্ত্রী দাবি করতে পারে না: ফখরুল

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২৪, ১০:৩৭ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘রং হেডেড’, বহুদিন আগে বাংলাদেশের প্রধান বিচারপতি শেখ হাসিনাকে বলেছেন। আর এ ‘রং হেডেড’ ছাড়া কেউ এখন নিজেকে প্রধানমন্ত্রী দাবি করতে পারে না।

শনিবার (৭ ডিসেম্বর) যুক্তরাজ্যের আয়োজিত এক সভায় এ কথা বলেন তিনি।

যুক্তরাজ্য আওয়ামী লীগের সভায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার বক্তব্য দেওয়া প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, রং হেডেড ছাড়া এখন কেউ নিজেকে প্রধানমন্ত্রী দাবি করতে পারে না। এখন তিনি পালিয়ে আছেন। তার (শেখ হাসিনা) দলের লোকেরা কোন অবস্থায় আছেন না আছেন, কিছু না ভেবে তিনি পালিয়ে গেলেন। অথচ আমাদের নেত্রীকে বহুবার দেশ ছাড়তে বলা হয়, কিন্তু তিনি ছাড়েননি। বলেছেন- এটিই আমার ঠিকানা।

চাটুকারিতার উদাহরণ টানতে গিয়ে বিএনপির মহাসচিব বলেন, শেখ হাসিনা মিডিয়াকে গলাটিপে হত্যা করতে সাইবার সিকিউরিটি অ্যাক্ট চালু করেছেন। মিডিয়ার মাধ্যমে সবখানে চাটুকারিতার রেওয়াজ চালু করেছে।

আওয়ামী লীগ সরকারের নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, আমাদের ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে। ২০ হাজার মানুষকে হত্যা করা হয়েছে। এমন একটা বছর ছিল না যে আমরা জেলে যাইনি। তখন পুলিশ ও আদালতের মধ্যে একটা প্রতিযোগিতা ছিল বিএনপিকে কে কত কষ্ট দিতে পারে।

গত ১৫ বছরে দেশের অনেক ক্ষতি হয়ে গেছে দাবি করে বিএনপির মহাসচিব বলেন, আমরা কেয়ারটেকার সরকারের মধ্যদিয়ে দেশকে যে একটা গণতান্ত্রিক দেশ হিসেবে প্রতিষ্ঠার দিকে যাচ্ছিলাম সেটা ধ্বংস হয়ে গেছে।

বিদেশিদের ওপর নির্ভর করে আমাদের দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে না মন্তব্য করে ফখরুল বলেন, আমি মনে করি আমাদেরকেই সেই কথাটি মনে রাখতে হবে। তবে সার্বিক বিষয়ে কূটনৈতিকদের সঙ্গে বিএনপির যোগাযোগ রয়েছে। এমনকি বিএনপির সঙ্গে কখনো কোনো রাষ্ট্রীয় বাহিনীর সমস্যা হয়নি। তবে যারা তারেক রহমানকে নির্যাতন করেছে তাদেরকে চিহ্নিত করার চেষ্টা চলছে বলে জানান তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক।

আরবি/এফআই

Shera Lather
Link copied!