‘দ্রুত দেশে ফিরতে চান খালেদা জিয়া’

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৫, ০৯:১৪ এএম

‘দ্রুত দেশে ফিরতে চান খালেদা জিয়া’

ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন বলেছেন, খালেদা জিয়া দেশে ফেরার জন্য অত্যন্ত আগ্রহী। গতকাল তিনি বলেছিলেন, “চলো, আমরা দ্রুত বাংলাদেশে ফিরে যাই, দেশই আমাদের জন্য ভালো।”

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে বাংলাদেশি অধ্যুষিত পূর্ব লন্ডনের ব্রিকলেন মসজিদে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এই মন্তব্য করেন।

ডা. জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়া দীর্ঘদিন স্বৈরাচারের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় কারাবন্দী ছিলেন। তার বেশ কিছু পরীক্ষা করা হয়েছে, যা এখানেও সম্ভব হয়নি। লন্ডন ক্লিনিকে এসব পরীক্ষা করা হয়েছে। কিন্তু এখনও রিপোর্ট পাওয়া যায়নি। রিপোর্ট পেলে সিদ্ধান্ত নেওয়া হবে, তিনি কত দ্রুত দেশে ফিরবেন।

তিনি আরও বলেন, বিএনপি নেত্রী আগের চেয়ে অনেকটাই সুস্থ আছেন। ছেলে তারেক রহমান এবং তার পরিবারের সদস্যরা, যেমন- ডা. জোবাইদা রহমান ও শর্মিলা রহমানসহ তিন নাতনির সঙ্গে খালেদা জিয়া আছেন। যখন মানুষ তার কাছের লোকদের সঙ্গে থাকে, তখন তিনি অনেক বেশি আনন্দিত থাকেন। চিকিৎসক এবং সবার প্রচেষ্টায় তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এবং তিনি অনেকটাই সুস্থ।

ডা. জাহিদ হোসেন বলেন, “আমরা সবার কাছে কৃতজ্ঞ। আপনারা সবাই খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করেছেন।”

তিনি আরো বলেন, “আমরা সবাই তাঁর জন্য দোয়া করি। তিনি আপনাদের কাছে দোয়া চেয়েছেন।”

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য খালেদা জিয়া মানসিকভাবে আপনাদের পাশে আছেন এবং থাকতে চান। তিনি আগেও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আপোষহীন ছিলেন, এখনও তিনি মনে করেন যে, দ্রুতই দেশে গণতন্ত্র ফিরে আসবে এবং মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।

তিনি আরও বলেন, গত ১৫ বছর ধরে তারেক রহমান গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কাজ করে যাচ্ছেন এবং বর্তমানে তিনি এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। আমরা আশা করি, পরিস্থিতি অনুযায়ী মা-ছেলে একসঙ্গে না গেলেও খালেদা জিয়া নিজে দেশে ফিরবেন।

অনুষ্ঠানে যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিম উদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম.এ. মালেক, সাধারণ সম্পাদক কয়সর এম. আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন প্রমুখ।

আরবি/এফআই

Link copied!