ঢাকা মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫

লন্ডনে বাংলাদেশি ঋণ পরামর্শ সেন্টার চালুর উদ্যোগ

লন্ডন থেকে চৌধুরী মুরাদ
প্রকাশিত: মার্চ ১১, ২০২৫, ০৯:০১ এএম
ছবি: রূপালী বাংলাদেশ

পূর্বলন্ডনের টাওয়ার হ্যামলেটসে সরকারি অর্থায়নে শুধু বাংলাদেশিদের জন্য কি একটি ডেবট এডভাইস ও অর্থ বিষয়ক শিক্ষা সেন্টার চালু করার সম্বাব্যতা যাচাই করা হচ্ছে। এ প্রকল্প বাস্তবায়নে এক হাজার স্বাক্ষর সম্মতিতে  ‍‍`ডেবট টক ব্রিটবাংলা‍‍` নামে একটি সার্ভে বা জরিপ কার্যক্রম শুরু হয়েছে বলে জানান এর উদ্যোক্তা ব্রিটিশ বাংলাদেশি রিপন শামসুল রে।

লন্ডন বাংলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে যুক্তরাজ্যে দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন কোয়ালিফাইড ডেবট এডভাইজর রিপন শামসুল রে বলেন, এ প্রকল্প চালু হলে বিশেষ করে ঋণগ্রস্থ  বাংলাদেশীরা উপকৃত হবেন। এজন্য আগামী এপ্রিল পর্যন্ত নির্ধারিত ফরম পুরন করে অথবা ওয়েবসাইট www.yourdoctordebt.com ভিজিট করে যেকেউ জরিপে অংশগ্রহণ করার অনুরোধ জানান।

বর্তমানে সিটিজেন্স অ্যাডভাইস ব্যুরো ওয়েস্ট লন্ডনে ঋণ বিষয়ক পরামর্শদাতাদের প্রধান রিপন শামসুল রে কোভিড পরবর্তী সময়ে "কোভিট ক্রাইসিস : দ্যা ব্রিট বাংলা রেসপন্স" নামে একটি বইও প্রকাশ করেছেন।