বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী স্পেন দক্ষিণ শাখার উদ্যোগে বার্সেলোনায় যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। স্থানীয় একটি হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখার আহ্বায়ক আক্কাস মিয়া। সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব এ আর লিটু।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক নাসির উদ্দিন। এ ছাড়া বক্তব্য রাখেন আন্তর্জাতিক সম্পাদক মোহাম্মদ সেলিম হোসেন ও আসলাম ফকির।
অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন কাতালোনিয়া বিএনপির সদস্য সচিব আজমান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পেন দক্ষিণ শাখার যুগ্ম আহ্বায়ক রেদওয়ান হোসেন, শান্তাকলোমা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইকবাল হোসেন মেনর এবং বার্সেলোনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন তুষার ভূঁইয়া।
বক্তারা স্বেচ্ছাসেবক দলের গৌরবময় ইতিহাস ও সংগ্রামী ভূমিকার কথা তুলে ধরেন। তারা গণতন্ত্র পুনরুদ্ধারে প্রবাস থেকেও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং স্পেনে অবস্থানরত নেতাকর্মীদের সকল ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।