শুক্রবার, ০৭ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৫, ১২:২২ পিএম

এই ৫ আমল করলেই বিয়ে হবে দ্রুত

রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৫, ১২:২২ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

বিয়ে মানুষকে শালীন, পবিত্র ও পরিপূর্ণ জীবনযাপনের পথে নিয়ে যায়। ইসলামে বিয়েকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বরকতময় একটি ইবাদত হিসেবে উল্লেখ করা হয়েছে। যে ব্যক্তি প্রাপ্তবয়স্ক ও বিয়ে করার সামর্থ্য রাখে, তার জন্য দেরি না করে বিয়ে করা ইমানি দায়িত্ব।

নবী করিম (সা.) বলেন, ‘যারা বিয়ের সামর্থ্য রাখে, তারা বিয়ে করুন। কারণ বিয়ে চোখকে নিচু রাখে এবং লজ্জাস্থান রক্ষা করে। একইসঙ্গে যৌবনের আকাঙ্ক্ষা কমায়।’

কিন্তু অনেক যুবক-যুবতী সমাজের নানা জটিলতায় ঠিক সময়ে বিয়ে করতে পারছেন না। পছন্দের পাত্র বা পাত্রী না পাওয়া, বয়স অতিক্রম হওয়া- এসব কারণে মনোকষ্ট দেখা দেয়।

চলুন তবে জেনে নিই, যেসব আমল ও দোয়ার মাধ্যমে দ্রুত বিয়ে সম্ভব

১. সালাতুল হাজত ও বিশেষ দোয়া: নিয়মিত সালাতুল হাজত নামাজ পড়ে নিচের দোয়া অধিক বেশি পড়ুন। যেকোনো সময় ও স্থানে পড়া যাবে।

দোয়া
رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا

উচ্চারণ: রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া জুররিয়্যাতিনা কুররাতা আ’ইউন, ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। অর্থ: হে আল্লাহ, আমাদের জন্য এমন স্ত্রী ও সন্তান দান করুন যারা চোখ শীতলকারী হবে। আমাদের আল্লাহভীরুদের জন্য আদর্শ করুন। (সুরা ফুরকান : ৭৪)

২. আল্লাহর গুণবাচক নাম ‘ইয়া ফাত্তাহু’ পাঠ: যুবকরা ডান হাত দিয়ে বাঁ হাতের কবজি চেপে ধরে, যুবতীরা বাঁ হাত দিয়ে ডান হাতের কবজি চেপে ধরে প্রতিদিন ফজরের নামাজের পর ৪০ বার করে ৪০ দিন পর্যন্ত ‘ইয়া ফাত্তাহু’ পাঠ করলে দ্রুত বিয়ে হয়।

৩. সুরা তাওবা পাঠ:

দোয়া
فَإِن تَوَلَّوْاْ فَقُلْ حَسْبِيَ اللّهُ لا إِلَـهَ إِلاَّ هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ

উচ্চারণ: ফাইং তাওয়াল্লাও ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আজিম।
অর্থ: যদি তারা বিমুখ হয়, তবে বলো আল্লাহই যথেষ্ট, তিনিই মহান আরশের অধিপতি। (সুরা তাওবা : ১২৯)

৪. সুরা কাসাস পাঠ:

দোয়া
فَسَقَى لَهُمَا ثُمَّ تَوَلَّى إِلَى الظِّلِّ فَقَالَ رَبِّ إِنِّي لِمَا أَنزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ

উচ্চারণ: ফাসাক্বা লাহুমা ছুম্মা তাওয়াল্লা ইলাজজিল্লি ফাক্বালা রাব্বি ইন্নি লিমা আংযালতা ইলাইয়্যা মিন খায়রিং ফাক্বির। এটি হজরত মুসা (আ.) একাকিত্ব ও বিষণ্নতায় পাঠ করতেন। দ্রুত বিয়ের জন্য এটি পাঠ করা যেতে পারে। (সুরা কাসাস : ২৪)

৫. সুরা ইয়াসিন পাঠ: সুরা ইয়াসিন বিয়েসংক্রান্ত সমস্যা সমাধানে কার্যকর। প্রতিদিন সকালে সূর্যোদয়ের সময় পশ্চিমমুখী হয়ে পড়া উচিত। ‘মুবিন’ শব্দ উচ্চারণের সময় শাহাদাত আঙুল দিয়ে সূর্যের দিকে ইশারা করতে হবে। এছাড়া প্রতিদিন ১১ বার সুরা দোহা পাঠের মাধ্যমে দ্রুত বিয়ে সম্ভব।

উপসংহার: নিয়মিত এই আমল ও দোয়া পালন করলে আল্লাহর ইচ্ছায় দ্রুত বিয়ে হয়ে যেতে পারে। এছাড়া এগুলো বিশ্বাস ও ধৈর্যের সঙ্গে করলে বর/কন্যার মিলন সহজতর হয়।

Link copied!