বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদকে পদত্যাগ করতে বলেছেন অন্তবর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বুধবার বাসভবনে এক বৈঠকে ফারুককে সরকারের এই মনোভাবের কথা জানান ক্রীড়া উপদেষ্টা।
ফারুক আহমেদ তখন চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় চেয়েছিলেন। বৃহস্পতিবার জানা গেল, বিসিবি সভাপতির পদ থেকে পদত্যাগ করবেন না সাবেক ক্রিকেটার ও বোর্ড নির্বাচক ফারুক আহমেদ।
ক্রিকেট বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিকইনফোকে তিনি বলেন, ‘ক্রীড়া উপদেষ্টা আমাকে পদত্যাগ করতে বলেননি।’ তিনি বলেছেন, তারা আমার সঙ্গে কাজ চালিয়ে যেতে চান না। কিন্তু আমি পদত্যাগ করবো না। কারণ আমি নির্বাচিত বোর্ড সভাপতি।
২০২৪ সালের ২১ আগস্ট জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনীত প্রতিনিধি হিসেবে নির্বাচনের মাধ্যমে বোর্ডের শীর্ষপদে বসেন ফারুক আহমেদ।
অপরদিকে আইসিসির নিয়ম অনুযায়ী, বিসিবি পরিচালনায় সরাসরি সরকারি হস্তক্ষেপ নিষিদ্ধ। এবারও সেই শঙ্কাই ফিরে এসেছে।
যদি ফারুক আহমেদকে স্বেচ্ছায় সরে যেতে ‘পরোক্ষ চাপ’ দেওয়া হয়ে থাকে, তাহলে এটি আন্তর্জাতিক ক্রিকেটে ‘সরকারি প্রভাব’ হিসেবে গণ্য হতে পারে।
আপনার মতামত লিখুন :