জলোচ্ছ্বাসে তলিয়ে গেছে রাস্তাঘাট, ঘরবাড়ি, মাঠঘাট। তবুও থেমে নেই বিয়ে।
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপ ইউনিয়নে বৃহস্পতিবার (২৯ মে) ঘটেছে এমন ঘটনা। পানিতে চারপাশ ডুবে গেলেও নৌকায় চড়ে কন্যার বাড়ি এসেছে বরযাত্রী।
জানা যায়, নিঝুমদ্বীপ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মোল্লা গ্রামের রিদনের বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল। বিয়ের দিন সকালেই উঠে আসে জোয়ারের পানি। ঘরের চারপাশসহ আশপাশের এলাকা পানিতে তলিয়ে যায়। এমন পরিস্থিতিতে সংশয় দেখা দিলেও পিছিয়ে যাননি বরপক্ষ। বরং নৌকার সাহায্য সময়মতো আয়োজন মেনে চলে আসেন বরযাত্রী। নৌকায় বাদ্য-বাজনা না থাকলেও ছিল হাস্যোজ্জ্বল মুখ আর আনন্দঘন পরিবেশ।
একই গ্রামের বাসিন্দা আরিফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, কোনো দুর্যোগে ভালোবাসা থামে না। তাই শত প্রতিকূলতা পেরিয়েও বিয়ের আয়োজন সম্পন্ন হয়েছে আজ। যদিও উপস্থিতি খুব কম ছিল, আগামীকাল এই দম্পতির বৌভাত হওয়ার কথা রয়েছে। তাদের জন্য দোয়া করবেন।
সাবেক ইউপি সদস্য মো. শাহেদ উদ্দিন শাহেদ গণমাধ্যমকে বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে বিগত কয়েকদিন ধরেই উপকূলে জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে নিঝুমদ্বীপের নিচু এলাকাগুলো বারবার পানিতে প্লাবিত হচ্ছে। তবুও এ অবস্থায় বিয়ের মতো অনুষ্ঠানে মানুষকে থামানো কঠিন।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
       -20251101005633.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন